কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ডিসেম্বর ২০২০

1036
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিল নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, ইটালি, আইরিশ রিপাবলিক, ভারত, কানাড়া, হংকং। ব্রিটেনের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ করে দিল ফ্রান্স, বুলগেরিয়া। এর কারণ ব্রিটেনে উপস্থিত একটি করোনা স্ট্রেন। গত এপ্রিলে ব্রাজিলে তা দেখা গিয়েছিল। এখন ব্রিটেনে তা সংক্রমণ ছড়াচ্ছে। এর সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭,৪০১। গোটা বিশ্বে তা ১৭,০৩,৬৯৮। বিশ্বে মোট ৭,৭৪,২৮,৮৮৩ জন সংক্রমিত হয়েছেন করোনায়।
  • নেপাল কমিউনিস্ট পার্টি ভেঙে নতুন দল গড়ার ইঙ্গিত দিলেন কেপিএস ওলি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে বসেই একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছিলেন তিনি। নিজের দলের বিরোধিতাও মানেননি। অন্তত তিন বার তাঁর সরকারের পতন রুখতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন নেপালে অবস্থিত চিনা রাষ্ট্রদূত।

 

জাতীয়

  • ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক। প্রতিরক্ষা, পরমাণু সন্ধি, ওষুধ শিল্প ইত্যাদি ৭টি বিভাগে চুক্তিবদ্ধ হল দুটি দেশ।
  • প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল ভোরা(৯৩)। এদিনই ছিল তাঁর জন্মদিন। দুদফায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল পদেও দায়িত্ব সামলেছিলেন তিনি।

 

বিবিধ

  • বৃহস্পতি ও শনি সবথেকে কাছাকাছি অবস্থানে এল। একে বলা হচ্ছে ‘গ্রেট কনজাংশন’। এর আগে ১৬২৩ সালে তারা পুনরায় এই অবস্থানে এ্লেও দিনের বেলায় সেই দৃশ্য দেখা যায়নি।
  • ধস নামল শেয়ার বাজারে। এদিন শেয়ার সূচকে সেনসেক্স নামল ১৪০৭ অঙ্ক এবং নিফটি হ্রাস পেল ৪৩২ অঙ্ক। লগ্নিকারীদের ৬.৫৯ লক্ষ কোটি টাকার ক্ষতি হল।

 

খেলা

  • আইএসএলে এটিকে মোহনবাগান ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে। এবারের আইএসএলে এই প্রথম হার মানল বেঙ্গালুরু। পয়েন্টের বিচারে যুগ্মভাবে মুম্বই সিটির সঙ্গে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান।
  • সেরি আ-এর ইতিহাসে দ্রুততম গোল করলেন রাফায়েল নিয়াও। এসি মিলানের হয়ে সাসাউয়েলোর বিরুদ্ধে মাত্র ৬ সেকেন্ডেই তিনি গোল করলেন। ভাঙলেন ২০০১ সালে পাওলো পোজ্জির ৮ সেকেন্ডে করা গোলের নজির।

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল