স্টেট ব্যাঙ্কে ৩৯৮ ম্যানেজার

2983
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৫টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯৮ জন ম্যানেজার নিয়োগ করা হবে।

১। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/27. ম্যানেজার (ক্রেডিট প্রোসিডিওর) পদে ২ জন নিয়োগ করা হবে। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। যোগ্যতা: এমবিএ/ পিজিডিএম/ পিজিডিবিএ/ সিএ/ সিএফএ/ এফআরএম সঙ্গে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা।

২। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/28. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম), ডেপুটি ম্যানেজার (সিস্টেম), আইটি সিকিউরিটি এক্সপার্ট, প্রোজেক্ট ম্যানেজার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট ও টেকনিক্যাল লিড পদে ২৩৬ জন। বয়সসীমা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম) পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, ডেপুটি ম্যানেজার (সিস্টেম) পদে ৩৩ বছর, বাকি পদগুলির ক্ষেত্রে ৩৮ বছর।

৩। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/29. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) ও ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট) পদে ১০০ জন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে ৩৩ বছর। যোগ্যতা: বিই/ বিটেক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) অথবা এমসিএ/ এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমএসসি (আইটি)।

৪। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/30. ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড স্যুইচিং স্পেশ্যালিস্ট) পদে ৩২ জন। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

৫। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/31. ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) পদে ২৮ জন। বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে। যোগ্যতা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সিআইএসএ থাকলে অগ্রাধিকার।

সবক্ষেত্রেই ৩১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে।

আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: সবক্ষেত্রেই http://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল