আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা সাড়ে ৩ লক্ষ অতিক্রম করল। ডিসেম্বর মাসে উৎসব পালনের আতিশয্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। দৈনিক সংক্রমণ ছিল ২ লক্ষের কাছে। ২ জানুয়ারি এক দিনে ২ লক্ষ ৭৭ হাজার জন সংক্রমিত হয়েছেন যা সর্বকালীন রেকর্ড। গোটা বিশ্বে মোট ৮,৫৩,১২,৬৪৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১৮,৪৮,৭৮৪ জনের।
- পাকিস্তানে বালুচিস্তানে ১১ জন শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। শিয়া সম্প্রদায়ের এই খনি শ্রমিকদের অপহরণ করে কোয়েটার কাছে একটি পাহাড়ে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
জাতীয়
- কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি করোনার যে দুটি প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছিল তাদের নিয়ন্ত্রিত ব্যবহারে সবুজ সংকেত দিল সংশ্লিষ্ট সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এদিকে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা নেমে গেল আড়াই লক্ষের নীচে (২,৪৭,২২০ জন)। পশ্চিমবঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা ১০,৪৪৬।
বিবিধ
- নারী নির্যাতনের ঘটনা সদ্যসমাপ্ত ২০২০ সালে বৃদ্ধি পেয়েছে। ওই বছরে ২৩,৭২২টি নারী নির্যাতনের অভিযোগ নথিবদ্ধ হয়েছে যা গত ৬ বছরে সবচেয়ে বেশি। অধিকাংশ অভিযোগই গার্হস্থ্য হিংসার। জাতীয় মহিলা কমিশন এই তথ্য জানিয়েছে।
খেলা
- আইএসএল প্রতিযোগিতায় এসসি ইস্টবেঙ্গল ৩-১ গোলে পরাস্ত করল ওড়িশা এফসিকে। প্রতিযোগিতার অষ্টম ম্যাচে প্রথম জয় পেল তারা। ৩টি ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগান এদিন ২-০ গোলে পরাস্ত করল নর্থ ইস্ট ইউনাইটেডকে। ৯ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষে উঠল মোহনবাগান। মোহনবাগানের রয় কৃষ্ণ ৯ ম্যাচে ৬টি গোল করে ফেললেন।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল