কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জানুয়ারি ২০২১

708
0

আন্তর্জাতিক
  • ব্রিটেনে একদিনে করোনা ভাইরাসে ১,৪০১ জনের প্রাণহানি হল। সেখানে সবমিলিয়ে এই সংক্রমণে প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইউরোপের দেশগুলির মধ্যে সর্বোচ্চ, বিশ্বে চতুর্থ। বিশ্বে ৯,৯০,০৮,১৮৩ জন সংক্রমিত হয়েছেন করোনায়। ২১,২২,৭১৫ জনের প্রাণ কেড়েছে এই সংক্রমণ। সুস্থ হয়ে উঠেছেন ৭,১১,৫১,০১৩ জন।
  • রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার বিভিন্ন শহরে মিছিল করলেন বহু মানুষ। তাঁদের মধ্যে ২,১০০ জনকে আটক করল পুলিশ। প্রসঙ্গত, জার্মানিতে চিকিৎসার পর দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন নাভালনি।
জাতীয়
  • দেশজুড়ে যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে একাধিক অনুষ্ঠানে অংশ নেন। কেন্দ্রীয় সরকার দিনটি `পরাক্রম দিবস’ হিসাবে চিহ্নিত করেছিল। এদিন জাতীয় গ্রন্থাগারে একটি আলোচনা সভা আয়োজিত হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী `নির্ভীক সুভাষ’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাজির জীবনের ওপর তৈরি বিশেষ `লাইট অ্যান্ড সাউন্ড’ প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে এলগিন রোডে নেতাজি ভবন পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গ সরকার দিনটি `দেশনায়ক দিবস’ হিসাবে পালন করল। কয়েকটি রাজনৈতিক দল বরাবরের মতো এবারও নেতাজি জন্মদিবসকে `দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করল।
  • ভারতের কাছ থেকে করোনা প্রতিষেধক কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ পাওয়ার জন্য ভারতকে ধন্যবাদ দিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো।
বিবিধ
  • নিজেকে কখন‌ওই সাংবাদিক হিসাবে ভাবতেন না ল্যারি কিং। কিন্তু সেই তিনিই জীবিত অবস্থাতেই হয়ে উঠেছিলেন কিংবদন্তী সাংবাদিক। ১৯৮৫ সালে তিনি যে `ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠান শুরু করেছিলেন তা চলেছে ২০১০ সাল পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম থেকে ৪৪তম রাষ্ট্রপতিরা তাঁকে সাক্ষাৎকার দিয়েছেন। রুশ রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনও সাক্ষাৎকার দিয়েছেন তাঁর কাছে। ৬০ বছরের কর্মজীবনে প্রায় ৫০ হাজার সাক্ষাৎকার নিয়েছেন ল্যারি। সেই তিনিই লস অ্যাঞ্জেলসে কোভিড সংক্রমণে প্রাণ হারালেন (৮৭)।
  • দেশে নতুন উচ্চতায় পৌঁছল পেট্রোল ও ডিজেলের দাম (কলকাতায় প্রতি লিটারে যথাক্রমে ৮৭.১১ টাকা ও ৭৯.৪৮ টাকা)।
খেলা
  • আইএসএলে এফসি গোয়া এবং কেরল ব্লাস্টার্স ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
  • প্যারিস সাঁ জা-এর হয়ে শততম ম্যাচেও গোল করলেন নেইমার। এই ম্যচে তাঁর দল ৪-০ গোলে হারাল মঁপেলিয়রকে।
  • শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৪০ রানে ৬ উইকেট নিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডরসন। এই নিয়ে তিনি ৩০ বার টেস্টে ৫ উইকেট নিলেন। এই তালিকায় শীর্ষে রয়েছে মুথাইয়া মুরলীধরনের নাম (৬৭ বার)।

 

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল