বিশ্বভারতী ১০৬ প্রফেসর, অ্যাসিঃ প্রফেসর

2180
0
St. Xaviers College Recruitment 2024

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ১০৬ জন প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১/২০২১।

শূন্যপদ: প্রফেসর: ৩৩, অ্যাসোশিয়েট প্রফেসর: ৫৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ২০।

বেতনক্রম: প্রফেসর পদে লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০ টাকা, অ্যাসোশিয়েট প্রফেসর পদে লেভেল ১৩এ অনুযায়ী ১৩১৪০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে লেভেল ১০ অনুযায়ী ৫৭৭০০ টাকা।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিন বা ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ অ্যাসোশিয়েট প্রফেসর/ প্রফেসর হিসেবে অন্তত ১০ বছরের টিচিং অভিজ্ঞতা।

অ্যাসোশিয়েট প্রফেসর: সংশ্লিষ্ট ডিসিপ্লিন বা ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি, ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি এবং অন্তত ৮ বছরের টিচিং অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের ফি: প্রফেসর ও অ্যাসোশিয়েট প্রফেসর পদে আবেদনের ফি ২০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ১৬০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.visvabharati.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

https://vbrec.samarth.edu.in/ লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে।

http://www.visvabharati.ac.in/files/161280121_Advt_1-2021_(Faculty_Advertisement).pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল