কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ফেব্রুয়ারি ২০২১

838
0
sports
Courtesy: Bitter & Blue

আন্তর্জাতিক
  • বাংলাদেশের প্রাক্তন সেনা নায়ক জিয়াউর রহমানের `বীর উত্তম’ খেতাব প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ৪ জনের পাওয়া মুক্তিযুদ্ধের যোদ্ধা বিষয়ক সরকারি স্বীকৃতি প্রত্যাহারের প্রস্তাব করল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। রাষ্ট্রপতি পদে থাকাকালীন জিয়া ওই ঘাতকদের আশ্রয় দিয়েছিলেন বলে এই পদক্ষেপ নেওয়া হল। প্রসঙ্গত, বাংলাদশের সেনাপ্রধান পদে থেকেই ১৯৭৭ সালে সেখানকার রাষ্ট্রপতি হন জিয়া। ১৯৭৮ সালে সাজানো নির্বাচনে নিজেকে নির্বাচিত রাষ্ট্রপতি বলে ঘোষণা করেন। ওই বছরেই রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হন তিনি। তাঁর স্ত্রী খালেদা জিয়া দুদফায় বাংলদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
  • বিশ্বের ১৩০টি দেশে এখনও একজন মানুষও করোনা প্রতিষেধক পাননি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে গত ৪ সপ্তাহ ধরে সারা বিশ্বে করোনা সংক্রমণ নিম্নমুখী বলে জানানো হয়েছে। এর ব্যতিক্রম কয়েকটি দেশ। গত এক সপ্তাহে বিশ্বে ৩১ লক্ষ জন সংক্রমিত হয়েছেন। যে সংখ্যাটা তার আগের সপ্তাহের থেকে ১৭ শতংশ কম।

জাতীয়
  • খাগড়াগড় বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত কওসর আলির শাস্তি ঘোষণা করল কলকাতার নগর দায়রা আদালত। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিনেতা কওসরকে সব মিলিয়ে ২৯ বছরের কারাদাণ্ড দেওয়া হল। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণরণের ফলে বিভিন্ন নাশকতার জাল ফাঁস হয়। ২০১৮ সালে বেঙ্গালুরু থেকে কওসরকে গ্রেপ্তার করেছিল এনআইএ এবং কেন্দ্রীয় আইবি।
  • জো বাইডেন মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বিদেশমন্ত্রী স্তরে বৈঠক হল ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারতকে `অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী’ বলে চিহ্নিত করল মার্কিন প্রশাসন।

বিবিধ
  • ৯৩তম আকাদেমি অ্যাওয়ার্ডসের মনোনয়নপ্রাপ্ত লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগের শ্রেষ্ঠ দশটি ছবির তালিকা প্রকাশিত হল। এখানে ভারতের করিশ্মা দেব দুবে পরিচালিত `বিট্টু’ ছবির নাম রয়েছে। তবে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ছবির বিচারের জন্য যে ১৫টি বাছাই ছবি তার মধ্যে আছে মালয়ালম ছবি `জাল্লিকট্টু’

খেলা
  • টানা ১৫টি ম্যাচ জিতে ইংল্যান্ডের ফুটবলে নতুন রেকর্ড করল ম্যাঞ্চেস্টার সিটি। এদিন এফএ কাপে তারা ৩-১ গোলে পরাস্ত করল সোয়ানসি দলকে। এদিন তারা ভেঙে দিল প্রিস্টন দলের এবং আর্সেলনের টানা ১৪টি ম্যাচ জেতার নজির।
  • আইএসএলে জামশেদপুর ১-০ গোলে পরাস্ত করল চেন্নাইয়িন এফসিকে।
  • ইতালিয়ান কাপের ফাইনালে উঠল জুভেন্তাস। দুই পর্বের লড়াইয়ে তারা পরাস্ত করেছে ইন্টার মিলানকে। এই নিয়ে গত ৭ বছরে তারা ৬ বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল