কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ফেব্রুয়ারি ২০২১

802
0
daily current affairs
Courtesy: Greater Kashmir

আন্তর্জাতিক 
  • সৌদি আরবের আদালতের নির্দেশে মুক্তি পেলেন সে দেশের নারী স্বাধীনতা আন্দোলনের অগ্রণী নেত্রী লুজিয়েন আল হাতবুল (৩১)। মেয়েদের  গাড়ি চালাতে দিতে হবে বলে আন্দোলন শুরু করেছিলেন তিনিই। মুক্তি পেয়েই তিনি প্রকাশ্যে এনেছেন কারাগারে তাঁর উপর হওয়া নিয়মিত চূড়ান্ত নিগ্রহ এবং থার্ড ডিগ্রি পীড়নের খবর। কিন্তু প্রমাণের অভাবে এই অভিযোগগুলি খারিজ করে দিয়েছে আদালত।
  • গোটা বিশ্বে ২ কুইন্টিলিয়ন (২-এর পর ১৮টি শূন্য) করোনা ভাইরাস রয়েছে। সব মিলিয়ে তাদের আয়তন ৩৩০ মিলিলিটরোর একটি কোলা ক্যানে ধরা যাবে বলে জানালেন ব্রিটিশ গণিতজ্ঞ কিট ইয়েটস। এই ভাইরাসেই এদিন পর্যন্ত বিশ্বে ১০,৮০,২৯,৮৪৫ জন সংক্রমিত। প্রাণ খুইয়েছেন ২৩,৬৯,১১৮ জন। এদিকে রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি প্রতিষেধক নিষিদ্ধ করা হল ইউক্রেনে।
জাতীয়
  • ধৌলি গঙ্গায় জলস্রোত বাড়তে থাকায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখার নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার। এদিকে ৭ ফেব্রুয়ারির হড়পা বানে এখনও নিখোঁজ শতাধিক জঙ্গি। কারও-কারও দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থলের ৪৫ কিমি দূর থেকে। তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে এখনও অন্তত ৩০ জন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
  • পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা সৈন্যদের ফিরিয়ে নিতে চিন ও ভারত সহমত হয়েছে বলে সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় এক বছর ধরে সেখানে দুপক্ষর সেনারা চেখে চোখ রেখে দাঁডিয়ে রয়েছে।
বিবিধ
  • বিবিসি ওয়ার্ল্ড নিউজকে চিনে নিষিদ্ধ করা হল। উইঘু সম্প্রদায় সংক্রান্ত কিছু খবর প্রকাশের জেরে এই পদক্ষেপ নিয়েছে তারা। ওই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডমিনিক ররাব।
  • ১১৯ বছর পর প্যান্ডারিন হাঁসের দেখা পাওয়া গেল অসমে। ডিব্রু–সইখোয়া জাতীয় উদ্যানের মাগুরি-মতাপুং বিলে দেখা পাওয়া গেল ওই পরিযায়ী প্রাণীর।
খেলা
  • অস্ট্রেলীয় ওপেন থেকে ছিটকে গেলেন মেয়েদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। দ্বিতীয় রাউন্ডে তাঁকে হারালেন এস্তোলিয়া কাইয়া এলেপি। আইএসএলে কেরল ব্লাস্টার্স-ওড়িশা এফ সি ম্যচ ২-২ গোলে ড্র হল।
  • কোপা দেলরে-র সেমিফাইনালের প্রথম খেলায় সেভিয়া ২-০ গোলে পরাস্ত করল বার্সেলোনাকে। এদিন ১৯তম ম্যাচ খেললেন লিওনেল মেসি।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল