জয়েন্ট মিলিটারি নার্সিং সার্ভিসে চার বছরের বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
নিচের যোগ্যতার অবিবাহিতা/ বিধবা/বিবাহবিচ্ছিন্না প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।
ইনস্টিটিউট অনুযায়ী শূন্যপদ: কলেজ অব নার্সিং (সিওএন), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পুণে: ৪০, সিওএন, কম্যান্ড হসপিটাল (সিএইচ) (ইস্টার্ন কম্যান্ড),
কলকাতা: ৩০, সিওএন. আইএনএইচএস অশ্বিনী: ৪০, সিওএন. এএইচ (আরঅ্যান্ডআর) নয়া দিল্লি: ৩০, সিওএন, সিএইচ (সিসি) লক্ষ্ণৌ: ৪০, সিওএন, সিএইচ (এএফ), বেঙ্গালুরু: ৪০।
বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর ১৯৯৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৪ সালের মধ্যে।
যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি (বটানি ও জুলজি) ও ইংরেজি বিষয় সহ প্রথম চেষ্টাতেই সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ।
কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করতে হবে।
অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে জেনারেল ইংলিশ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),
সায়েন্স- বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)। নেগেটিভ মার্কিং থাকতে না। পরীক্ষার সময় ৯০ মিনিট। পরীক্ষার হবে এপ্রিল মাসে।
লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষা হবে।
অনলাইন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের ফি: ৭৫০ টাকা। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।
আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল