কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ফেব্রুয়ারি ২০২১

690
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক

  • নাইজিরিয়ার নাইজার প্রদেশে `গভর্নমেন্ট সায়েন্স কলেজ’ নামক একটি স্থলে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। মৃত্যু হল একজন ছাত্রের। দুষ্কৃতীরা শতাধিক ছাত্র ও কয়েকজন শিক্ষককে অপহরণ করেছে।এর আগে উত্তর-পশ্চিম নাইজিরিয়ার কাতসিনা অঞ্চলে ৩০০ জন ছাত্রকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। পরে সরকারের মধ্যস্থতায় তারা মুক্তি পায়। এদিনের ঘটনা ঘটিয়েছে `ব্যান্ডিটভ্যান্ডডট’ নামের এক অপরাধী দল। ওই এলাকার সব স্কুল এবং ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছেন নাইজিরিয়ার রাষ্ট্রপতি মুহম্মদ বুহারি।
  • মায়ানমারে সেনা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন আরও গতি পেয়েছে। ইয়াঙ্গনে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেও আন্দোলনে শামিল হয়েছেন মানুষ। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন হাজার-হাজার নাগরিক। সেনা প্রশাসনের দাবি ৫.৩ কোটি দেশবাসীর মধ্যে ৪ কোটি মানুষই সেনাকে সমর্থন করছেন।

জাতীয়
  • রাশিয়ায় গিয়ে একগুচ্ছ দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আঞ্চলিক বিষয়সমূহও গুরুত্ব পেয়েছে এই বৈঠকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই লাদাখের প্যাংগন হ্রদ সংলগ্ন এলাকার যাবতীয় পরিকাঠামো সরিয়ে নিয়েছে চিন। ভারত-চিন সীমান্তে উত্তেজনার পর-পর মধ্যস্থতাকারীর ভূমিকায় রাশিয়া অগ্রসর হয়েছিল বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে বার-বার বৈঠকও হয়েছে রাশিয়ার সঙ্গে। চিনের সেনা প্রত্যাহারের পরই বিদেশ সচিবের এই বৈঠক তাৎপর্যপূর্ণ।
  • মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর জখম হলেন পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। মৃত্যু হল ১ জনের। ২৬ জন জখম হয়েছেন এই ঘটনায়।

বিবিধ
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি চলছেই। এদিন রাজস্থানের শ্রীগঙ্গানগরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হল রেকর্ড ১০০.১৩ টাকা দরে। বিরোধীদের অভিযোগ, গত ৬ বছরে পেট্রোল ও ডিজেলের যথাক্রমে ২৫৮ এবং ৮২০ শতাংশ শুল্ক বৃদ্ধি পেয়েছে। এদিকে তামিলনাড়ুতে প্রাকৃতিক গ্যাস প্রকল্প উদ্বোধনে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তেল ও গ্যাসের চাহিদার ৮৫ ও ৫৩ শতাংশ আমদানি করতে হয় ভারতকে।
খেলা
  • অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রাফায়েল নাদাল। ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল মাত্র একবারই (২০০৯ সাল) অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন।এদিন প্রথম দুই সেটে এগিয়ে গিয়েও ম্যাচ খোয়ালেন তিনি। যা তাঁর কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার হল। তাঁকে হারিয়ে (৩-৬, ২-৬, ৭-৬, ৬-৪, ৭-৫) স্টেফানোস চিচিপাস জীবনের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন। মেয়েদের কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা মুকোভা হারালেন শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে।
  • চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সাঁ জা ৪-১ গোলে পরাস্ত করল বার্সেলানাকে। দর্শকহীন স্টেডিয়ামে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে।
  • আইএসএলে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারাল এফসি গোয়া।
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ৬৯ টেস্টে ১০টি শতরান সহ ৪১৬৩ রান রয়েছে তাঁর।