কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ফেব্রুয়ারি ২০২১

682
0
perseverance
Courtesy: abc.net

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাগয়া রাজাপক্ষের আমন্ত্রণে দুদিনের জন্য কলম্বো সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রীলঙ্কার সংসদেও ইমরানের বক্তৃতা দেওয়ার কথা ছিল পরে যা বাতিল করা হয়। এদিন পাকিস্তানের আবেদন মেনে ইমরানের বিমানকে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। প্রসঙ্গত, ২০২১৯ সালে কিরঘিজস্তানের রাজধানী বিশফেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যাওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাক আকাশ ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫ লক্ষ অতিক্রম করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভিয়েতনামের যুদ্ধে মোট যত মার্কিন সেনা ও নাগরিকের মৃত্যু হয়েছিল এই সংখ্যাটা তার থেকেও বেশি। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রেখে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলিতে।

 

জাতীয়
  • উত্তরাখণ্ডের যোশীমঠে নন্দাদেবী হিমবাহের ধস ও হড়পা বানে নিখোঁজ ১৩৬ জনকে মৃত বলে ঘোষণা করল প্রশাসন। একটি টানেলে ৩৫ জন আটকে থাকলেও ঘন কাদার স্রোতে সেখানে উদ্ধারকার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৭ ফেব্রুয়ারির বিপর্যয়ের পর ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

বিবিধ
  • চলতি বছরেই দুর্নীতি দমন চ্যাম্পিয়ন্স পুরস্কার চালু করেছে মার্কিন বিদেশ দপ্তর। এবার সেই পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত অঞ্জলি ভরদ্বাজ।
  • পার্সিভিয়ারেন্স-এর মঙ্গলে নামার ভিডিও চিত্র প্রকাশ করল নাসা। এই প্রথম সেখানকার শব্দ ও রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে নাসার যান পার্সিভিয়ারেন্স।

 

খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় এসসি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেড।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রোলিং হিলস এস্টেট এবং র্যাঞ্চো পালস ভার্দেস সীমান্তে খাদে গাড়ি পড়ে গুরুতর জখম হলেন কিংবদন্তী গলফ খেলোয়াড় টাইগার উডস।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল