কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মার্চ ২০২১

727
0
vaccine
Courtesy: India TV News

আন্তর্জাতিক 
  • তিনজন মহিলা সাংবাদিককে গুলি করে হত্যা করা হল। আরও একজন মহিলা সাংবাদিক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আফগানিস্তানের জালালাবাদ শহরে এই ঘটনা ঘটেছে. সদ্য পাশ করে স্থানীয় `এনিকাস’ টিভিতে যোগ দিয়েছিলেন তাঁরা। ঘটনায় মূল অভিযুক্ত বশিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে তালিবান জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, আফগানিস্তানে বারেবার আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকদের।
  • মায়ানমারে বিভিন্ন শহরে সেনাবহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে জনতার মিছিলে পুলিশের অন্তত ১০ জন বিক্ষোভকারীর মৃত্যু হল। সংখ্যাটা বেশিও হতে পারে। ২৮ ফেব্রুয়ারিও একই কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল। এদিকে সেনা সরকার নতুন সাইবার নিরাপত্তা আইন চালু করল। এই আইনে মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গণতন্ত্রের দাবিতে মুখর মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতীয়
  • কোভিড প্রতিষেধক নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এদিকে হায়দরাবাদের ভারত বায়োটকে কোভ্যাকসিন টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অন্তর্বর্তী ফল প্রকাশ করল। এক্ষেত্রে তাদের টিকা ৮১ শতাংশ কার্যকর বলে জানানো হল।
  • সরকারের সঙ্গে সুর না মিললেই তাকে রাষ্ট্রদোহ বলা যায় না। একটি মামলার সূত্রে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
  • রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন এইআইডিএমকে-এর প্রাক্তন প্রধান শশিকলা।জয়ললিতার  বান্ধবী ছিলেন তিনি।
বিবিধ
  • সশস্ত্র সীমা বলের নতুন ১২টি ব্যাটেলিয়ন গড়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। নেপালের সঙ্গে ১৭৫১ কিমি ও ভুটানের সঙ্গে ৬৯৯ কিমি মুক্ত সীমান্তে তাঁদের নিযুক্ত করা হবে। নেপাল সীমান্তের যোগবাণী ও রকসৌলে দুটি ইন্টিগ্রেটেডে চেকপোস্ট চালু আছে। আরও দুটি চেকপোস্ট তৈরি এবং সেজন্য ৫৮৪টি সীমান্তচৌকি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলা
  • সেরি-আতে জুভেন্টাস ৩-০ গোলে পরাস্ত করল স্পেজিয়াকে। একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি সেরি আ-তে এটি তাঁর ২০তম গোল। ইউরোপীয় লিগে এটি রোনাল্ডোর ৬০০তম গোল।রোনাল্ডোই হলেন একমাত্র ফুটবলার যিনি শেষ ১২ মরসুমে প্রতিবার লিগে অন্তত ২০টি করে গোল করেছেন।
  • আবুধাবিতে টেস্ট ক্রিকেটে মাত্র ২ দিনেই আফগানিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দিল জিম্বাবোয়ে
  • ইপিএল-এ উল্ভসকে ৪-১ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। এ প্রতিযোগিতায় টানা ২১ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলে টানা ২৮ ম্যাচ তারা অপরাজিত।
  • কাতার ওপেন মেয়েদের ডবলস সেমিফাইনালে উঠলেন সানিয়া মির্জা–আন্দ্রেয়া ক্লেপাক। কোভিড পর্বের পর এটাই সানিয়ার প্রথম টুর্নামেন্ট।
  • স্পেনে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার মেয়েদের ৫১ কেজি বিভাগে শেষ চারে উঠলেন ভারতের মেরি কম।
  • করোনার কারণে শ্রদ্ধা জানানোর আয়োজন করা যায়নি দুই কিংবদন্তি ফুটবলার-কোচ চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্য। মোহনবাগান মাঠে সেই স্মরণ শ্রদ্ধা জানানো হল মোহনবাগানের তরফে। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়, মোহনবাগান মাঠের প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামে করা হবে। জিম হবে পিকে-র নামে।