কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মার্চ ২০২১

1053
0
Biden
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • `চিনের উহানে করোনা ভাইরাস নিয়ে তদন্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন রাষ্ট্রসংঘ প্রেরিত বিজ্ঞানীরা।’ একটি মর্কিন সংবাদপত্র এই দাবি করল। ওই বিজ্ঞানীরা স্বাধীনভাবে তদন্ত করতে পারেননি বলে তাদের দাবি।এদিকে বিশ্বে এই সংক্রমণে মোট প্রাণহানি হয়েছে ২৫,৮৪,৮১৬ জনের।
  • মায়ানমারে গোটা দেশে বন্ধ হয়ে গেল বিদ্যুৎ সংযোগ।কয়েকঘণ্টা পর বড় শহরগুলিতে ফিরলেও গ্রামাঞ্চলগুলি এখনও নিষ্প্রদীপ। অভিযোগ, সেনা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে ইচ্ছাকৃতভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেনার বিরুদ্ধে বিক্ষোভ থেমে নেই অশান্ত মায়নমারে। এদিনও পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারীর মৃত্যু হল।
জাতীয়
  • ২০২২ সালের ১৫ অগস্ট পালিত হবে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। তার আগে, বস্তুত তার ঠিক ৭৫ সপ্তাহ আগে আগামী ১২ মার্চ ডান্ডি যাত্রার বার্ষিকীতে স্বাধীনতার `অম্রুত মহোৎসব’ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫তম স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২৫৯ জনের একটি উচ্চস্তরীয় কমিটি এদিনই গঠন করল কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিচারপতি, শিল্পপতি সহ নানা স্তরের বিশিষ্টজনরা রয়েছেন কমিটিতে। তাঁদের মধ্যে রতন টাটা, অমর্ত্য সেন, রামদেব, অমিতাভ বচ্চন, পিটি উষা, শচীন তেন্ডুলকর, প্রসেনজিত চট্টোপাধ্যায় প্রমুখ রয়েছেন।
  • ২০১৬ সালে বিহারের গোপালগঞ্জে বিষ মদ পান করে ২০ জনের মৃত্যুর ঘটনায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিল সেখানকার জেলা আদালত। প্রসঙ্গত, ২০১৬ সালের প্রথম দিকেই বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হয়েছিল।
  • অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকের যোগ নিয়ে মামলায় ১২৭০০ পাতার চার্জশিট পেশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখানে অভিযুক্ত হিসাবে ৩৩ জনর নাম রয়েছে।
বিবিধ
  • সলিড ফুয়েল ডাকটেড রামজেট প্রযুক্তির পরীক্ষা সফল হল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে এদিন চাঁদিপুরে এই পরীক্ষা চালায় ডিআরডিও। দূরপাল্লার আকাশ -থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ওই প্রযুক্তি সাহায্য করবে।
  • `আমেরিকাকে তো চালাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরাই’ নাসার বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি রাষ্ট্রপতিপদে বসার ৫০ দিনের মধ্যে ৫৪ জন ভারতীয় বংশোদ্ভূতকে মার্কিন প্রশাসনের উচ্চপদে বসানো হয়েছে।
খেলা
  • আমদাবাদ টেস্টে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত ৭ উইকেট খুইয়ে ২৯৪ জন রান করল। পিচ নিয়ে সমালোচনার যোগ্য জবাব দিলেন ঋষভ পন্থ। ১২৮ বলে ১০১ রান করেন তিনি। ভারতের এক সময় রান ছিল ১৪৬-৬। তাঁর শতরানের জোরেই প্রথম ইনিংসে লিড নিতে পারল ভারত। ওয়াশিংটন সুন্দর ৬০ রানে অপরাজিত রয়েছেন।
  • জ্যাভলিন থ্রোতে নিজেরই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ভারতের নীরজ কুমার। এদিন পাতিয়ালায় ৮৮.০৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি।

 

৪ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন