জেনারেল ইনশিওরেন্সে ৪৪ অফিসার

1808
0
insurance-1

জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৪৪ জন অফিসার স্কেল ওয়ান নিয়োগ করা হবে৷

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: ফিনান্স- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: ১৫, জেনারেল: ১৫, লিগ্যাল: ৪, ইনশিওরেন্স: ১০৷

যোগ্যতা: ফিনান্স- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় স্নাতক এবং

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার অন্তিম পরীক্ষা পাশ করে থাকতে হবে৷

জেনারেল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় স্নাতক৷

লিগ্যাল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বার কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত তে আইন স্নাতক ব্গ্রি৷

ইনশিওরেন্স: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক এবং জেনারেল ইনশিওরেন্স/ রিস্ক ম্যানেজমেন্ট/ লাইফ ইনশিওরেন্স/ এফআইআইআই/ এফসিআইআই-6তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা৷

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে এবং

সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷

বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ ও মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৮৫০ টাকা সঙ্গে জিএসটি৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.gicofindia.in ওয়েবসাইটে গিয়ে অনললাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ মার্চ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷