আন্তর্জাতিক
- কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্দেশীয় অক্ষটি ২০০৭ সাল থেকে গড়ে তোলার চেষ্টা চলছে। ভিডিও মাধ্যমের বৈঠকে অংশ নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০২২ সালের মধ্যে ১০০ কোটি কোভিড টিকা তৈরির লক্ষ্যমাত্রাও স্থির করা হল ওই বৈঠকে।
- জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ২.৭ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল মিনিয়াপোলিস সিটি কাউন্সিল । গত বছর মে মাসে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে মৃত্যু হয়েছিল রক্তাক্ত ফ্লয়েডের। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই অঙ্কের ক্ষতিপূরণ একটি রেকর্ড।
জাতীয়
- স্বাধীনতা অর্জনের ৭৫ বছর পূর্তির ৭৫ সপ্তাহ আগে ৭৫তম বর্ষ পালন মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের ৯১তম বর্ষ উদ্ যাপনের দিনেই ওইকর্মসূচির সূচনা করা হল।
- গত ২৪ ঘণ্টায় দেশে ২৩২৮৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। এই সংখ্যা গত ৭৮ দিনে সর্বোচ্চ । গত ৬ দিনে দেশে ১ লক্ষ ১৬ হাজার জন সংক্রমিত হয়েছেন। সংক্রমণ ঠেকাতে পুণেতে নৈশ কারভিউ জারি করল প্রশাসন।
বিবিধ
- সাহিত্য আকাডেমি পুরস্কার পাচ্ছেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। পাঠক মহল অবশ্য তাঁকে শংকর নামেই চেনে। ৮৭ বছরের সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন তাঁর প্রথম উপন্যাস `কত অজানারে’ বইটির জন্য। ১৯৫৫ সালে এটি প্রকাশিত হয়েছিল। প্রচেত গুপ্ত পাচ্ছেন শিশু সাহিত্য পুরস্কার। গোপন বাক্স খুলতে নেই’ বইটির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।
খেলা
- মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির বিচারে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে গেল ভারত। এই ম্যাচে ৩৬ রান করলেন ভারতের মিতালি রাজ। এদিন একটি কীর্তি স্থাপন করলেন তিনি। অ্যানেক বশের বোলিংয়ে বাউন্ডারি মেরে মিতালি সব ধরনের ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করে ফেললেন। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন। ৯টি শতরান এবং টেস্টে দ্বিশতরনাও (২১৪) আছে তাঁর। রান আছে তাঁর মোট ২৯১ ইনিংসে ১০০০১। টেস্টে ৬৬৩, একদিনের ক্রিকেটে ৬৯৭৪ এবং টি২০ ম্যাচে ২৩৬৪ রান করেছেন মিতালি। বিশ্বে তাঁর আগে আছেন একমাত্র ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস।
- মোতেরায় সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড। এদিন জফ্রা আর্চারের প্রতি ঘণ্টায় ৯০ মাইল গতির বলে রিভার্স স্কুপে ঋষভ পন্থের ওভার বাউন্ডারি বিস্মিত ও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।
১১ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন