কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মার্চ ২০২১

980
0
Indian bank Recruitment

আন্তর্জাতিক
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলায় শতাব্দীপ্রাচীন সন্ত পরমহংসজি মহারাজের মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। পাক সুপ্রিম কোর্ট পুনরায় মন্দিরটি গড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই হামলা যারা চালিয়েছিল তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট মন্দির কমিটি।
  • ফরাসি ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো তাদের প্রচ্ছদে ব্রিটেনের রাজপরিবারের বিরুদ্ধে ওঠা বর্ণবিদ্বেষ সংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যঙ্গচিত্র ছাপল। গত বছর মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপে মৃত্যু হয়েছিল কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। তাঁর শেষ কথা ছিল `আই কান্ট ব্রিজ’। সেই ঘটনার অনুকরণেই ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রাজপরিবারের বধূ মেগান মার্কলকে। রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবিদ্বেষ নিয়ে সরব হয়েছিলেন মার্কল। তিনি নিজে কৃষ্ণাঙ্গ মায়ের সন্তান। তাঁর হবু সন্তানের রং কতটা কালো হবে তা নিয়ে রাজপরিবারে আলোচনা হত বলে ওপারা উই্রফ্রের টিভি শো-য়ে অভিযোগ করেছিলেন তিনি।

 

জাতীয়
  • মুম্বই পুলিশের ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটের দায়িত্বে থাকা অফিসার শচীন ভাজকে গ্রেপ্তার করল এনআইএ। গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা মনসুখ হিরণের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন  ওই ব্যবসায়ীর স্ত্রী। শিল্পপতি মুকেশ অম্বানির বাসভবনের বাইরে বিস্ফোরক বোঝাই গাড়ি সংক্রান্ত মামলায় তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করল এনআইএ। ৬৩টি এনকাউন্টারে যুক্ত ছিলেন শচীন ভাজ।
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৫,৩২০ জন সংক্রমিত হলেন যা গত ৪৪ দিনে সর্বোচ্চ। মহারাষ্ট্রে একদিনে ১৬ হাজার জন সংক্রমিত হয়েছেন।

 

বিবিধ
  • দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে কর্পোরেট সংস্থার কাছে বিক্রির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। প্রসঙ্গত, ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ১৫ ও ১৬ মার্চ ধর্মঘট ডেকেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা।
  • গোয়ার ডোনা পাওলায় নিজের বাডিড়তেই প্রয়াত হলেন চিত্রশিল্পী লক্ষ্মণ পাই(৯৫)। পদ্মস্রী,পদ্মভূষণ, নেহরু পুরস্কার, ললিতকলা আকাদেমি প্রভৃতি বহু পুরস্কার পেয়েছেন তিনি।

 

খেলা
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল ভারত। এদিন অভিষেক হয় ২২ বছরের ঈশান কিশানের। ৩২ বলে ৫৬ রান করে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি।
  • বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। ফিরোজ শাহ কোটলায় ফাইনাল ম্যাচে তারা ৬ উইকেটে পরাস্ত করল উত্তরপ্রদেশকে। মুম্বইয়ের হয়ে এদিন পৃথ্বী শ করলেন ৭২ রান। এই প্রতিযোগিতায় তাঁর রান হল ৮২৭ যা বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ। মুম্বই এই নিয়ে চতুর্থবার এই ট্রফি জিতল।
  • মেয়েদের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে চতুর্থ ম্যাচটি জিতে সিরিজ জয়ও নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। এদিন ৪৫ রান করলেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ম্যাচে ৭ হাজার রানের নজির গড়লেন তিনি (২১৩ ম্যাচে)।
  • দেশের প্রথম মহিলা ফেন্সার হিসাবে অলিম্পিক্সে অংশ নেওয়ার ছাড়পত্র আদায় করে সাড়া ফেলেছেন তামিলনাড়ুর সি এ ভবানী দেবী। হাঙ্গেরিতে বিশ্ব ফেন্সিংয়ে অংশ নিয়েছিলেন ২৭ বছরের ভবানী দেবী।

 

১৩ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন