মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে ৫০২ ড্রাফটসম্যান ও সুপারভাইজার নিয়োগ

2081
0
application date extended

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে ৫০২ জন ড্রাফটসম্যান ও সুপারভাইজার নিয়োগ করা হবে (mes recruitment 2021)।

গত ২৭ ফেব্রুয়ারি খবরটি সংক্ষিপ্তভাবে আমাদের পোর্টালে দেওয়া হয়েছিল (https://bit.ly/3lQdkXl)। আজ বিস্তারিতভাবে দেওয়া হল।

শূন্যপদ: ড্রাফটসম্যান: ৫২ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৪, ইডব্লুএস ৫)।

সুপারভাইজার বি/এস: ৪৫০ (অসংরক্ষিত ১৮৩, তপশিলি জাতি ৬৯, তপশিলি উপজাতি ৩৩, ওবিসি ১২০, ইডব্লুএস ৪৫)।

বেতনক্রম: ৩৫৪০০-১১২৪০০ টাকা।

যোগ্যতা: ড্রাফটসম্যান: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপে তিন বছরের ডিপ্লোমা।

অটো ক্যাড, জেরক্স,  প্রিন্টিং, ল্যামিনেশন মেশিনে এক বছরের কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।

সুপারভাইজার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইকোনমিক্স/ কমার্স/ স্ট্যাটিস্টিক্স/ বিজনেস স্টাডিজ/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সহ মাস্টার ডিগ্রি সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১২ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১২ এপ্রিল ২০২১ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল ইংলিশ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), স্পেশ্যালাইজ টপিক (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর)। লেখা পরীক্ষা হবে ১৬ মে।

আবেদনের ফি: ১০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। মহিলা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://www.mes.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে (mes recruitment 2021)।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল রাত ২৩-৫৯ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারির মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের খবরটি দেখতে ক্লিক করুন