কারেন্ট অ্যাফেয়ার্স ২ এপ্রিল ২০২১

758
0
daily current affairs in Bengali
Courtesy: The Guardian

আন্তর্জাতিক 
  • করোনা সংক্রমণ রুখতে ৪টি দেশকে বিপজ্জনক বলে ঘোষণা করল ব্রিটেন। পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশ থেকে আপাতত ব্রিটেনে প্রবেশ করা যাবে না বলে জানাল তারা। এদিকে বিশ্বে করোনা সংক্রমণে মোট প্রাণহানি হয়েছে ২৮,৪৫,৭৪২ জনের। মোট ১৩ কোটি মানুষ সংক্রমিত হয়েছেন।
  • তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৫১ জনের। আহত হয়েছেন ১৪৬ জন। তোরোকো উপত্যকায় দুর্ঘটনা ঘটেছে। মূলত পর্যটকরাই ছিলেন ট্রেনটিতে।
  • মায়ানমারে এবার অনির্দিষ্ট কালের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষবা বন্ধ করে দিল সেখানকার সেনা প্রশাসন। মোবাইল ইন্টারনেট আগেই বন্ধ করা হয়েছে। সেনা বিরোধী আন্দোলন আটকাতেই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

 

জাতীয়
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৮১,৪৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। গত ২ অক্টোবরের পর এই সংখ্যাই সর্বোচ্চ। দেশে করোনার সব থেকে বাড়-বাড়ন্তের সময়ে গত জুন মাসে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৫.৫ শতাংশ। সেখানে সদ্য সমাপ্ত মার্চ মাসে তা  হয়েছে ৬.৮ শতাংশ। গত ২ সপ্তাহের হিসাবে ১১টি রাজ্যে সংক্রমণ উদ্বেগজনক। সেগুলি হল মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও হরিয়ানা।
  • অসমের অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী তথা নির্বাচনে শাসক জোটের আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মাকে ৪৮ ঘণ্টার জন্য বিধানসভা নির্বাচনের যে-কোনো প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

 

বিবিধ
  • আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস পালিত হল গোটা বিশ্বে। সচেতনতার বার্তা দিতে হাওড়া সেতুকেও নীল রঙে সাজানো হল।
  • গত মার্চ মাসে দেশে ৬১,৩২০ কোটি টাকায় ১৬০ টন সোনা আমদানি করা হয়েছে। গত বছরের মার্চের তুলনায় তা ৪৭১ শতাংশ বেশি। জানুয়ারি মাসে ৩২১ টন সোনা আমদানি করা হয়েছিল।

খেলা
  • ভারতের দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেট জয়ের এক দশক পূর্ণ হল। ২০১১ সালের ২ এপ্রিল ভারত শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৮৩ সালে প্রথমবার ভারত বিশ্বকাপ জিতেছিল।
  • হাসপাতালে ভর্তি হতে হল শচীন তেন্ডুলকরকে। তিনি করোনায় সংক্রমিত হয়েছেন।