কারেন্ট অ্যাফেয়ার্স ১০ এপ্রিল ২০২১

832
0
daily current affairs
Courtesy: Dream Team Cricket

আন্তর্জাতিক
  • প্রিন্স ফিলিপের মৃত্যুতে ৮ দিনের জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিল ব্রিটেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের স্মৃতিতে সম্মান জানিয়ে লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে  এবং রয়্যাল নেভির জাহাজগুলি থেকে ৪১টি গান স্যালুট জানানো হয়, ১৭ এপ্রিল উইনসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
  • পাকিস্তানে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হল দুজন সংখ্যালঘু নার্সকে। মরিয়াম লাল ও নিউইশ আরুজ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাঁরা পাক পাঞ্জাব প্রদেশে একটি মানসিক হাসপাতালে কর্মরত। ফয়জলাবাদের ওই হাসপাতালের দেওয়াল থেকে ধর্মসংক্রান্ত স্টিকার তুলে ফেলেছিলেন তাঁরা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য কোনো অসুস্থতা নয়, পুলিশের নিগ্রহই দায়ী। ওয়ালিংটনে মামলার শুনানিতে একথা জানালেন জর্জের ময়না তদন্তের মুখ্য চিকিৎসক অ্যান্ড্রু বেকার।

 

জাতীয়
  • দেশে পুনরায় করোনা ভাইরাসের সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ অতিক্রম করে গেল (১০,৪৬,৬৩১ জন)। দেশে গত ২৪ ঘণ্টায় অতী্তের সমস্ত রেকর্ড ভেঙে ১,৪৫,৩৮৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৯৬ জনের প্রাণহানি হল করোনায়। দেশে মোট ১,৬৮,৪৩৬ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে। দেশে গত ৫ দিনে ৬ লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪,০৪৩ জন সংক্রমিত হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি ওই সংখ্যা ছিল ১৯৯। এদিন মধ্যপ্রদেশের ভোপালে ১০৬ বছর বয়সী কমলি বাই করোনার প্রতিষেধক গ্রহণ করলেন।
  • কেরল বিধানসভার অধ্যক্ষ পি শ্রীরামাকৃষ্ণনের গৃহে গিয়ে ডলার দুর্নীতি মামলায় তাঁর বয়ান রেকর্ড করলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।
  • পশ্চিমবঙ্গের শীতলকুচিতে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে নিরাপত্তা রক্ষীদের গুলিতে প্রাণ হারালেন ৫ জন। তারমধ্যে ৪ জন পরিযায়ী শ্রমিক। কেবল ভোট দেওয়ার জন্যই তাঁরা কেরলের কর্মস্থল থেকে ঘরে ফিরেছিলেন। কোচবিহারের ওই স্থানে ৭২ ঘণ্টা কোনো রাজনৈতিক দল প্রচার করতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

 

বিবিধ
  • লন্ডনের রাজপরিবারের বউ হওয়ার আগে অষ্টাদশী ডায়ানা স্পেনসার সেন্ট্রাল লন্ডনের কিন্টারগার্ডেনে চাকরি করতেন। তখন তাঁর বাবা-মা একটি প্রাসাদের একাংশ কিনেছিলেন ডায়ানার জন্য। ৩ বান্ধবীর সঙ্গে ১৮৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সেখানে থাকতেন ডায়ানা। তারপরই যুবরাজ চার্লসের সঙ্গে তাঁর বিয়ে হয়। এবার সেই গৃহের বাইরে নীল ফলক বসানোর সিদ্ধান্ত নিল ইংলিশ হেরিটেজ কমিশন। এ বছর তাঁর ৬০তম জন্মদিনে এই ঐতিহ্যমণ্ডিত ফলক বসানো হবে।

 

খেলা
  • মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া ২১ রানে পরাস্ত করল নিউজিল্যান্ডকে। টানা ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে নিজেদের রেকর্ডকেই উন্নত করল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।
  • টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারলেন না সাক্ষী মালিক। রিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ভারতীয় মহিলাদের কুস্তিগিরদের মধ্যে টোকিও যাওয়ার ছাড়পত্র পেলেন সোনম মালিক, অংশু মালিক ও বিনেশ ফোগট।

৯ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন