খাদ্য সুরক্ষা দপ্তরে ৩৭ ম্যানেজার ও ডিরেক্টর

2159
0
fssai recruitment

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়াতে ৩৭ জন জয়েন্ট ডিরেক্টর (fssai recruitment),

সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার (আইটি), ডেপুটি ডিরেক্টর ও ম্যানেজার নিয়োগ করা হবে৷

শূন্যপদ: জয়েন্ট ডিরেক্টর: ১২, সিনিয়র ম্যানেজার: ১, সিনিয়র ম্যানেজার (আইটি): ১, ডেপুটি ডিরেক্টর: ১৭, ম্যানেজার: ৬৷

বয়সসীমা: জয়েন্ট ডিরেক্টর ও সিনিয়র ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর এবং বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১৫ মে ২০২১ তারিখের হিসাবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: জয়েন্ট ডিরেক্টর: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ১২ বছরের কাজের অভিজ্ঞতা৷

সিনিয়র ম্যানেজার: জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন্সে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা৷

সিনিয়র ম্যানেজার (আইটি): কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিটেক বা এমটেক অথবা এমসিএ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি এবং সবক্ষেত্রেই দশ বছরের অভিজ্ঞতা৷

ডেপুটি ডিরেক্টর (টেকনিক্যাল): কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/ফুড টেকনোলজি/ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ফুড অ্যান্ড নিউট্রিশন/

এডিবল অয়েল টেকনোলজি/ মাইক্রোবায়োলজি/ ডেয়ারি টেকনোলজি/ এগ্রিকালচারাল/

হর্টিকালচারাল সায়েন্স/ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি/ টক্সিকোলজি/ পাবলিক হেলথ/ লাইফ সায়েন্স/ বায়োটেকনোলজিতে মাস্টার ডিগ্রি৷

ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স): ব্যাচেলর ডিগ্রি সঙ্গে দশ বছরের অভিজ্ঞতা৷

ম্যানেজার: জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন্সে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অথবা এমবিএ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: www.fssai.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত (fssai recruitment) ৷

অনলাইন পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৫ জুন থেকে৷ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০ জুন ২০২১৷

 বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন