কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল ২০২১

624
0
current affairs in bengali
Courtesy: CinemaBlend

আন্তর্জাতিক
  • মাস্ক না পরায় খোদ দেশের প্রধানমন্ত্রীকেই জরিমানা করা হল থাইল্যান্ডে৷ ফেসবুকের ছবিতে একজায়গায় তাঁকে মাস্কছাড়া বক্তৃতা দিতে দেখা গিয়েছিল৷ তাররপরই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচাকে ৬০০০ বাট জরিমানার সিদ্ধান্ত জানালেন গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং৷
  • রাশিয়ায় দুর্নীতি প্রতিরোধে কাজ করত অ্যালেক্সেই নাভালনি প্রতিষ্ঠিত সংস্থা এফবিকে৷ সেই সংগঠনের যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিল মস্কোর একটি আদালত৷ ওই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণার দাবিতে মামলা করেছিল সরকার৷ সেই মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হল৷ প্রসঙ্গত, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনি এখন কারাবন্দি৷ সেখানে চিকিৎসার অভাবে তিনি মৃত্যুপথযাত্রী বলে জানা গেছে৷ এভাবে তাঁর মৃত্যু হলে রাশিয়াকে তার ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান৷

 

জাতীয়
  • একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন আর প্রাণহানি হল ২,৮১২ জনের৷ দেশের হাসপাতালগুলিতে ঠাঁই মিলছে না গুরুতর অসুস্থ রোগীরও৷ আর যাঁরা ভর্তি রয়েছেন বা বাড়িতেই চিকিৎসা চলছে তাঁদের ভাবাচ্ছে অক্সিজেন না পাওয়ার সঙ্কট৷ সব মিলিয়ে এক নজিরবিহীন সঙ্কটের মুখে ভারত৷ “ইকনমিস্ট”, “দ্য গার্ডিয়ান”, “টাইম” পত্রিকায় বলা হয়েছে, “ভারত এখন নরকের অন্য নাম এবং এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিই দায়ী”৷ অক্সিজেন নিয়ে দেশে শুরু হয়েছে কালোবাজারি৷ ৪৬ লিটার যে সিলিন্ডারের দাম পাঁচ হাজারের মধ্যে তার দাম দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ৷ অক্সিজেন তৈরির জন্য বেদান্ত গোষ্ঠীর স্টারলাইট কারখানা খুলে অক্সিজেন প্রস্তুতির নির্দেশ দিল তামিলনাড়ু সরকার৷
  • দেশে দ্বিতীয় দফা সংক্রমণ ছড়ানোর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ এজন্য কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত বলে তিনি মন্তব্য করলেন৷ এদিকে প্রতিষেধক সংস্থাগুলিকে দাম কমানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার৷

 

বিবিধ
  • দর্শকদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হল ৯৩তম আকাদেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান৷ “নোম্যাডল্যান্ড” ছবিটি পেল শ্রেষ্ঠ ছবির পুরস্কার৷ এই ছবির জন্যই ক্লোয়িঝাও পেলেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার৷ তিনি চিনা বংশোদ্ভূত তবে তাঁর লেখাপড়া ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷ এশিয়ার প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক হিসাবে এই সম্মান পেলেন ঝাও৷ ২০১০ সালে ক্যাথরিন বিগনোর পর দ্বিতীয় মহলা হিসাবে তিনি এই পুরস্কার পেলেন৷ নোম্যাডল্যান্ড-এর জন্যই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে অস্কার পেলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড৷ এই নিয়ে তিনি তৃতীয়বার সেরা অভিনেত্রীর অস্কার পেলেন৷ “দ্য ফাদার” ছবিতে অভিনয়ের সূত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন অ্যান্টনি হপকিন্স৷ এটি তাঁর দ্বিতীয় অস্কার৷ ৮৩ বছর বয়সী ইউ চু ইউন পেলেন শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার৷ শ্রেষ্ঠ বিদেশি ছবির পুরস্কার জিতল “অ্যানাদার রাউন্ড”৷
  • মারুতি সুজুকি ইন্ডিয়ার প্রাক্তন এম ডি জগদীশ খট্টর (৭৯) প্রয়াত হলেন৷

 

খেলা
  • গুয়েতেমালায় অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপে জোড়া সোনা জিতল ভারত৷ মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে তৃতীয় বাছাই দীপিকা কুমারী সোনা জিতলেন৷ ভারতের মেয়েরা দলগত রিকার্ভেও সোনা জিতেছিল৷ ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বঙ্গসন্তান অতনু দামও সোনা জিতলেন৷ অতনু-দীপিকা সম্পর্কে স্বীমা-স্ত্রী৷ অতনু দাস-অঙ্কিতা ভকত জুটি মিক্সড রিকার্ভে ব্রোঞ্জ জিতলেন৷ ৩টি সোনা সহ ৪টি পদক তিরন্দাজি বিশ্বকাপে এযাবৎ সেরা ফল ভারতের৷
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়া-আল রায়ান এফসি ম্যাচ ড্র হল (১-১)৷ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল গোয়ার পক্ষে৷

২৫ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন