পাওয়ার গ্রিডে ৯৭ ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার নিয়োগ

1824
0
wbpsc recruitment 2022

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৯৭ জন ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, সিভিল) ও (engineer job)

ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল, সিভিল) নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নম্বর: Advt No. NR-I/01/2021/FE & FS.

শূন্যপদ: ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ৩০, ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল): ৮,

ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল): ৪৭, ফিল্ড সুপারভাইজার (সিভিল): ১২৷

বয়সসীমা: ৯ মে ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা (সবক্ষেত্রেই ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে):

১. ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)  সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা৷

২. ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ডিসিপ্লিনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা৷

৩. ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা৷

৪. ফিল্ড সুপারভাইজারর (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা৷

সবক্ষেত্রেই ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে (তপশিলি জাতি/ উপজাতি,

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন)।

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৯ মে ২০২১ তারিখের মধ্যে৷

আবেদনের ফি: ফিল্ড ইঞ্জিনিয়ার পদে আবেদনের ফি ৪০০ টাকা ও ফিল্ড সুপারভাইজার পদে ৩০০ টাকা৷

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: http://www.powergrid.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে (engineer job)৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ মে পর্যন্ত৷

বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন