আন্তর্জাতিক
- “কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস”-এর মাধ্যমে যৌথভাবে ভ্যাকসিন সম্মেলন আয়োজনের কথা জানাল ব্রিটেন৷ ২০২২ সালে তা আয়োজিত হবে৷ প্যান্ডেমিক পরিস্থিতিতে দ্রুত প্রতিষেধক তৈরি করাই তাদের লক্ষ্য৷
- “ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর একটি রিপোর্টে দাবি করা হল, আগামী বছরই ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়তে চলেছে মায়ানমার৷ সেনা অভ্যুত্থানের পর দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা প্রায় স্তব্ধ৷ এইরকম চলতে থাকলে ৫ কোটি মানুষের দেশের অর্ধেক নাগরিকই এক বছরের মধ্যে অনাহারের মুখে পড়বেন বলে সতর্ক করা হল ওই রিপোর্টে৷
জাতীয়
- দেশে একদিনে ৪ লক্ষাধিক মানুষ (৪,০১,৯৯৩ জন) করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ পরপর ৯ দিন দেশে দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লক্ষের উপরে৷ চোখের সামনে সংক্রমণে প্রাণহানির ভয়াল রূপ দেখে আত্মহত্যা করলেন দিল্লির চিকিৎসক বিবেক রাই (৩৬)৷ দেশজুড়ে অক্সিজেনের যোগানও অপ্রতুল৷ দিল্লির বাটরা হাসপাতালে এক জন চিকিৎসক সহ ৮ জন করোনা সংক্রমিতের প্রাণহানি হল অক্সিজেনের অভাবে৷ এই ঘটনায় প্রশাসনকে কড়া ভাষায় ভৎর্সনা করল দিল্লি হাইকোর্ট৷ এদিন থেকে ১৮-৪৪ বছর বয়সীদের প্রতিষেধক দেওয়ার কর্মসূচি থাকলেও টিকার অভাবে মাত্র ৬টি রাজ্যে গুটিকয় মানুষকেই টিকা দেওয়া হয়েছে৷ করোনা সংক্রমিত হয়ে প্রাণহানি হল বিহারের সিওয়ানের প্রাক্তন সাংসদ মহম্মদ শাহাবুদ্দিনের৷ বিতর্কিত এই সাংসদ জোড়াখুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন৷ তিহার সংশোধনাগারেই করোনা সংক্রমিত হয়েছিলেন শাহাবুদ্দিন (৫৩)৷
- পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে ১ মে ১০৩ জনের প্রাণহানি হল৷ গত ১ মার্চ রাজ্যে এই সংক্রমণে প্রাণহানির সংখ্যা ছিল শূন্য৷ সেদিন ১৯৮ জন সংক্রমিত হয়েছিলেন৷ সেখানে ১ মে সংক্রমিত হলেন ১৭,৫১২ জন৷
- গুজরাটের ভারুচে প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হল৷ মৃতদের মধ্যে ১৬ জন কোভিড রোগী এবং ২ জন নার্স৷
- করোনা ভাইরাসের প্রতিষেধক “কোভিশিল্ড”-এর প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুননাওয়ালা সপরিবারে ভারত থেকে ব্রিটেনে চলে গিয়েছেন বলে জানা গেছে৷ সেখানকার একটি সংবাদপত্রকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টিকার জন্য হুমকির পরিপ্রেক্ষিতে তিনি দেশ ছেড়েছেন৷ প্রসঙ্গত, ভারতে তিনি ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান৷
বিবিধ
- পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে রেলপথে দিল্লি রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস৷ কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়ার সহযোগিতায় ১২০ টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য্য৷ ক্রায়োজেনিক ট্যাঙ্কারে করে অক্সিজেন নিয়ে এই প্রথম পূর্ব রেলের কোনও অক্সিজেন এক্সপ্রেস চলল৷ সেনার বিশেষ ট্যাঙ্ক বাহক ওয়াগনে গ্রিন করিডরের মাধ্যমে তা পৌঁছে দেবে৷
খেলা
- পশ্চিমবঙ্গের মহিলা জিমন্যাস্ট প্রণতি নায়েক (২৬) এশীয় কোটায় টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেলেন৷ এই প্রথমবার তিনি অলিম্পিকে অংশ নেবেন৷
- করোনা রোগীদের জন্য ২০০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর উদ্যোগ নিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া৷ ভারতে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্যাট কামিন্স, ব্রেট লি, শচীন তেন্ডুলকর, শ্রীবৎস গোস্বামী, জয়দেব উনাদকাট প্রমুখ ক্রিকেটার৷