কারেন্ট অ‍্যাফেয়ার্স ৫ মে ২০২১

618
0
Yogashree Scheme West Bengal
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • জি৭ এর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের নিয়ে সম্মেলন শুরু হল লন্ডনে৷ চলতি বছরে এই প্রথম কোনও মুখোমুখি বৈঠক বসল সেখানে৷ ব্রিটেন ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা সেখানে আমন্ত্রিত হয়েছেন৷ সেখানেই দুজন ভারতীয় প্রতিনিধি কোভিড সংক্রমিত বলে জানা গেল৷ ফলে যাবতীয় বৈঠক ভার্চুয়াল মাধ্যমেই করার সিদ্ধান্ত নেওয়া হল৷
  • গত ২ বছরে ৪ বার সাধারণ নির্বাচন হয়েছে ইজরায়েলে৷ শেষবার হয়েছে গত ২৩ মার্চ৷ সর্বশেষ ভোটের পর সরকার গড়ার সময়সীমাও শেষ হল কিন্তু এবারও সরকার গড়তে সফল হল না কোনও দল৷ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহু চেষ্টার পরও ২৮ দিন সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি৷ এদিন তিনি সেকথাই জানিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি রিউভেন রিভলিনকে৷ নেতানিয়াহুর দল লিকুড পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ অতি দক্ষিণপপন্থী জিওনিজম এবং রক্ষণশীল ইসলামিক র্যাম পার্টিকে একমঞ্চে আনতে পারেননি তিনি৷ তবে সরকার গঠন নিয়ে টালবাহানার মধ্যেও করোনা রোগ প্রতিরোধে প্রতিষেধক দেওয়া নিয়ে নজির গড়েছেন নেতানিয়াহু৷ বিশ্বে সবথেকে বেশি প্রতিষেধক পেয়েছেন ইজরায়েলের মানুষরাই৷

 

জাতীয়
  • দেশে এদিন করোনা ভাইরাসে ৩৮২৩১৫ জন সংক্রমিত হলেন৷ প্রাণহানি হল ৩৭৮০ জনের৷ অন্তত ১৩টি রাজ্যে একদিনে শতাধিক মানুষের প্রাণ কাড়ল করোনা৷ এদিন মহারাষ্ট্রে ও কর্নাটকে যথাক্রমে ৫১৮৮০ জন ও ৪৪৬৩১ জন সংক্রমিত হলেন৷ বেঙ্গালুরুর অবস্থা ভয়াবহ৷ অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যেই৷ এই বিষয়ে একটি জনস্বার্থ মামলায় এলাহাবাদ হাইকোর্ট মন্তব্য করল, হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার থেকে কম নয়৷ হরিদ্বার ও গুরুগ্রামের দুটি বেসরককারী হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ জন রোগীর জীবনহানির কথা জানা গেছে৷ এরই মধ্যে লখনউয়ের কেটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু হল ৩ জনের৷
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকার৷ এই নিয়ে তৃতীয়বার এই পদে বসলেন তিনি৷ শপথ নেওয়ার পরই কোভিড নিয়ন্ত্রণে ২ সপ্তাহ লোকাল ট্রেন বন্ধ রাখা সহ একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন তিনি৷

 

বিবিধ
  • মহারাষ্ট্রে কর্মক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় মারাঠাদের ১৬ শতাংশ সংরক্ষণের জন্য মহারাষ্ট্র সরকার যে আইন চালু করেছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ এই আইনের ফলে সংরক্ষণের সর্বোচ্চ ৫০ শতাংশের সীমা অতিক্রম করে যাওয়ায় আইনটিকে অসাংবিধানিক বলে অ্যাখ্যা দিয়েছে সর্বোচ্চ আদালত৷ তবে ইতিমধ্যেই যঁরা ওই আইনের কোনও সুবিধা পেয়েছেন তা বহাল থাকলে বলে জানানো হল৷

 

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল ম্যাঞ্চেস্টার সিটি৷ দুই পর্ব মিলিয়ে তারা ৪-১ গোলে জয়ী হল প্যারিস সা জাঁ-এর বিপক্ষে৷ এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল ম্যান সিটি৷ পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে তারা ইতিমধ্যেই জিতে নিয়েসে এমরসুমের লিগ কাপ৷ ইপিএল-ও খেতাব জয়েরও দোরগোড়ায় রয়েছে তারা৷
  • এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসাবে পাকিস্তানের বাবর আজম ও ফখর জামানকে বেছে নিল আইসিসি৷
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে গত ১৪ এপ্রিল সিডনি থেকে অপহরণ করা হয়েছিল৷ এরপর তাঁকে ব্রিনগেলি এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয়৷ সেই ঘটনার কথা এদিন প্রকাশ্যে এল৷ পুলিশ এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করল৷