কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে ২০২১

691
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি৷ নেপাল সংসদের নিম্নকক্ষে তাঁর পক্ষে ৯৩টি এবং বিপক্ষে ১২৪টি ভোট পড়ল৷ জেতার জন্য দরকার চিল ১২৪টি ভোট৷ প্রসঙ্গত, নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকুমার দহল আগেই ওলি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন৷ তখন সংসদ ভেঙে দেন ওলি৷ গত ফেব্রুয়ারি মাসে তাঁর সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় নেপালের সর্বোচ্চ আদালত৷
  • করোনা প্যান্ডেমিক-এ বিশ্বে প্রাণহানির সংখ্যা পৌঁছল ৩৩ লক্ষ ১২ হাজার ৩১৮-তে৷ কিন্তু ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দাবি করা হল প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রায় ৬৯ লক্ষ৷ মার্কিন মুলুকে প্রায় ৬ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে করোনা৷ তাঁদের দাবি, সেখানে প্রকৃত সংখ্যা ৯ লক্ষাধিক৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো প্রদেশে একটি ট্রেলারে (ভ্রাম্যমান বাড়ি) জন্মদিনের উৎসব চলার সময় আততায়ীর গুলিতে ৭ জনের মৃত্যু হল৷ কেবল গত বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের গুলিতে সব মিলিয়ে ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
জাতীয়
  • পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা শপথ গ্রহণ করল৷ মুখ্যমন্ত্রীকে নিয়ে ২৫ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন৷ বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন৷ বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী৷ দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই বিধানসভা আসনের (নন্দীগ্রাম) প্রার্থী ছিলেন৷ এদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠক সেরে রাজ্যের প্রতিটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল খোলার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
  • অসমের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ প্রসঙ্গত, এই প্রথম অসমে কোনও অকংগ্রেসী দল পরপর দুবার সরকার গঠন করল৷ তবে বিজেপি জিতলেও গতবারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল গদি হারালেন৷ বিগত মন্ত্রিসভায় হিমন্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী৷ এদিকে গুয়াহাটির কটন কলেজের সপ্তম কোনও ছাত্র অসমের মুখ্যমন্ত্রী হলেন৷ স্যার হেনরি জন স্টেডম্যান কটনের প্রতিষ্ঠা করা শতাাব্দী প্রাচীন কলেজের প্রাক্তন ছাত্রদের মধ্যে অতীতে গোপীনাথ বরদলুই, মহেন্দ্রমোহন চৌধুরী, শরৎচন্দ্র সিনহা, যোগেন্দ্রনাথ হাজরা, হিতেশ্বর সইকিয়া এবং ভূমিধর বর্মন অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন৷

 

বিবিধ
  • রেকর্ড করল পেট্রোপণ্যের দাম৷ কলকাতায় পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারের দাম বেড়ে হল যথাক্রমে ৯১.৯২ এবং ৮৫.২০ টাকা৷ রাজস্থানের শ্রীগঙ্গানগর, মধ্যপ্রদেশের অনুপ্পুর এবং মহারাষ্ট্রের পারভানিতে প্রতি লিটার পেট্রোলের দাম একশ টাকা পেরিয়ে গেল৷ প্রসঙ্গত, ভারতে প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা উৎপাদন শুল্ক বসে৷ এরপর বসে মূল্যযুক্ত কর৷ বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম ৬৮ ডলার৷
খেলা
  • গোয়ায় প্রয়াত হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ফরচুনাতো ফ্রাঙ্কো (৮৪)৷ তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন৷ ১৯৬০ সালে রোম অলিম্পিকে এবং ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি৷ ১৯৬৪ সালে মারডেকায় রানার্স ভারতীয় দলের সদস্য ছিলেন ফ্রাঙ্কো৷ জাকার্তায় সোনা জিতেছিল ভারত৷ সেই জয়ে বিশেষ ভূমিকা ছিল এই প্রাক্তন মিডফিল্ডারের৷
  • জিম্বাবোয়ের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে জয়লাভ করে সিরিজ জিতল পাকিস্তান৷ এই নিয়ে টানা ৬টি সিরিজ জিতল পাকিস্তান৷ প্রথম পাক অধিনায়ক হিসাবে টানা ৪টি টেস্ট জেতার নজির গড়লেন বাবর আজম৷