কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০২১

835
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলের আশকালানে রকেট হানায় মৃত্যু হল ভারতীয় নাগরিক সৌম্যা সন্তোষের৷ ৩১ বছরের সৌম্যা কেরলের ইদ্দুকি জেলার বাসিন্দা৷ কর্মসূত্রে তিনি গিয়েছিলেন সেখানে৷ সেখানে প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের ছোড়া রকেটে তাঁর মৃত্যু হল৷ ৩ দিনে ৪৩ জনের মৃত্যু হল গাজা নিয়ে সংঘর্ষের জেরে৷ এদিন জেরুজালেমের একাংশে রকেট হামলা চালায় হামাম৷ এরপর গাজা ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইজরায়েল৷ বিমান হামলাও চালানো হয়৷ গাজা নিয়ে দুপক্ষকেই নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আর্জি জানালেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত টিএস ত্রিমূর্তি৷
  • বিশ্বের অন্তত ১২টি দেশে করোনা ভাইরাসের বিপজ্জনক বি ১.৬১৭ স্ট্রেনটি পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ গত অক্টোবরে এটি ভারতে সর্বপ্রথম চিহ্নিত হয়েছিল বলে একে ভারত স্ট্রেন বলে চিহ্নিত করা হচ্ছে৷ এদিকে কোভিড-১৯ রিভিউ প্যানেল তাদের রিপোর্টে বলেছে, হু-এর অন্দরে সংস্কার প্রয়োজন৷ ২০২০ সালের ৩০ জানুয়ারির অন্তত একমাস আগে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল বলেও মন্তব্য করা হয়েছে৷
জাতীয়
  • দেশে করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করে গেল৷ এদিন ৪,২০৪ জনের প্রাণহানির পর মোট সংখ্যা হল ২,৫৪,১৯৭৷ দেশে মোট সক্রিয় রোগী এখন ৩৭ লক্ষ জন (৩৭,০৪,০৯৯)৷ এদিন অবশ্য দেশে মোট সংক্রমণ সংখ্যাকে (৩,৪৮,৪২১ জন) পেরিয়ে গেল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা (৩,৫৫,৩৩৮)৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য, দেশের ২৬টি রাজ্যে সংক্রমণের হার ১৫ শতাংশের বেশি৷ প্রথম তিনটি রাজ্য হল গোয়া (৪৯.৬ শতাংশ), পুদুচেরি (৪২.৮ শতাংশ) এবং পশ্চিমবঙ্গ (৩৪.৪ শতাংশ)৷ দিল্লিতে এক সময় সংক্রমণ ৩৫ শতাংশে পৌঁছেছিল, এখন তা অর্ধেক৷ দেশের ৭৩৬টি জেলার মধ্যে ৪০৫টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশেরও বেশি৷ পশ্চিমবঙ্গে এদিন রেকর্ড ২০,৩৭৭ জন সংক্রমিত হলেন৷ উত্তর ২৪ পরগনায় ৪,০৯১ এবং কলকাতায় ৩,৯৮৯ জন সংক্রমিত হলেন৷ এদিকে দেশে বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করলেন ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ বন্ধ রেখে সেই অর্থে বিদেশ থেকে প্রতিষেধক, অক্সিজেন কিনে করোনা চিকিৎসায় ব্যবহার করতে৷
বিবিধ
  • অসমের প্রবীণ সাহিত্যিক হোমেন বরগোঁহাই (৮৯) প্রয়াত হলেন৷ তিনি অসমের একজন সুপরিচিত সাংবাদিকও৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্তেষ্টি সম্পন্ন হল৷
খেলা
  • ইতালি ওপেনে সেরিনা উইলিয়ামস নিজের টেনিস জীবনের ১০০০তম ম্যাচটি খেললেন৷ এই ম্যাচে তিনি অবশ্য আর্জেন্টিনার নাদিদয়া পোদরস্কার কাছে হেরে গেলেন৷
  • করোনা সংক্রমণে প্রয়াত হলেন টেবল টেনিসে ৩ বারের জাতীয় চ্যাম্পিয়ন বেনুগোপাল চন্দ্রশেখর (৬৩)৷
  • করোনা সংক্রমণ বাড়তে থাকায় মালয়েশিয়া ওপেনের পর বাতিল হয়ে গেল সিঙ্গাপুর ওপেন প্রতিযোগিতাও৷ এর ফলে সাইনা নেহাওয়াল ও কিদাম্বি শ্রীকান্তের অলিম্পিক যাত্রা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল৷