কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে ২০২১

838
0
current affairs
courtesy: The Guardian

আন্তর্জাতিক
  • নেপালে সরকার গড়ার জন্য কোনও রাজনৈতিক নেতাই নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর কাছে আবেদন জানাতে পারলেন না৷ এরপর বৃহত্তম দলের নেতা কে পি শর্মা ওলিকেই পুনরায় সরকার গঠন করার নির্দেশ দিলেন বিদ্যাদেবী৷ এবার এক মাসের মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ওলিকে৷ এবারও তিনি ব্যর্থ হলে অন্তর্বর্তী নির্বাচন ডাকতে হবে নেপালে৷
  • ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ ক্রমে যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে মত বিশেষজ্ঞদের৷ গত কয়েকদিনে ইজরায়েলের দিকে অন্তত ১৬০০ রকেট ছুড়েছে হামাস৷ তার বেশিরভাগই অবশ্য “আয়রন ডোম” প্রতিরক্ষা ব্যবস্থায় তা নিষ্ক্রিয় করা গেছে৷ অন্যদিকে ইজরায়েলের ছোড়া রকেটে ১৭ জন শিশু সহ ৮৩ জন প্যালেস্তানীয় প্রাণ হারিয়েছেন৷ এই প্রসঙ্গে মালালা ইউসুফজাই ট্যুইটারে লিখেছেন, “প্যালেস্তাইনি শিশুদের এখন স্কুলে থাকার কথা, ধ্বংসস্তূপে নয়”৷

 

জাতীয়
  • করোনা প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রে দুটি ডোজের মধ্যে ব্যবধান ১২-১৬ সপ্তাহ পর্যন্ত করল কেন্দ্রীয় সরকার৷ এতিদন তা ছিল ৬-৮ সপ্তাহ৷ ভারতে এই টিকার উৎপাদনের দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলেছেন, এটি উপযুক্ত পদক্ষেপ৷ তবে দেশে কোভ্যাক্সিন প্রতিষেধকের দুটো ডোজের ব্যবধান ২৮ দিন থেকে বাড়ানো হয়নি৷ ভারতে নতুন করে এবং দ্রুত সংক্রমণ ছড়ানোর জন্য ধর্মীয় ও রাজনৈতিক জমায়েতগুলি দায়ী বলে মন্তব্য করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷

 

বিবিধ
  • মূলধন ও আয়ের পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়ায় বাগনানের ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক৷
  • দেশজুড়ে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১০ অক্টোবর করার কথা জানাল ইউপিএসসি৷
  • পশ্চিমবঙ্গে মরণোত্তর দেহ ও অঙ্গদান আন্দোলনের উদ্যোক্তা ব্রজ রায় (৮৪) প্রয়াত হলেন৷ তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷ মরণোত্তর দেহ ও অঙ্গদান বিষয়ক সংস্থা গণদর্পণ তিনিই প্রতিষ্ঠা করেছিলেন৷

খেলা
  • ইতালীয় লিগে জুভেন্তাস ৩-১ গোলে হারিয়ে দিল সাসউয়োলোকে৷ এদিন একটি গোল করায় জুভেন্তাসের হয়ে শততম গোলের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ১৩১ ম্যাচ খেলে তিনি জুভেন্তাসের হয়ে শততম গোল করলেন যা ক্লাবের ইতিহাসে দ্রুততম৷ তিনি হলেন বিশ্বের একমাত্র ফুটবলার যিনি আলাদা তিনটি ক্লাব (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস) এবং দেশের হয়ে (পর্তুগাল) শততম গোল করেছেন৷ এদিনই জুভেন্তাসের হয়ে শততম গোল করলেন পাওলো দিবালা৷ সেরি আ-তে ৬৫৭তম ম্যাচ খেললেন জানলুইজি রুফন৷
  • ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ নিযুক্ত করা হল রমেশ পাওয়ারকে৷ অতীতেও তিনি এই দায়িত্ব পালন করেছেন৷
  • আইসিসি টেস্ট, একদিনের এববং টি২০ ক্রিকেটে ভারত যথাক্রমে প্রথম, তৃতীয় ও দ্বিতীয় স্থান পেল৷