বিএসএফে ডাক্তার ও মেডিক্যাল অফিসার নিয়োগ

1426
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে ৮৯ জন স্পেশ্যালিস্ট ডাক্তার ও মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে৷

শূন্যপদ: স্পেশ্যালিস্ট: মেডিসিন, সার্জিক্যাল, গাইনি অ্যান্ড অবস্টেঃ, রেডিওলজিস্ট, সাইকিঅ্যাট্রিস্ট, প্যাথোলজিস্ট, অ্যানাসথেটিস্ট: শূন্যপদ ২৭৷

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: শূন্যপদ ৬২৷

পারিশ্রমিক: স্পেশ্যালিস্ট ডাক্তার পদে প্রতি মাসে ৮৫০০০ টাকা এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৭৫০০০ টাকা৷

যোগ্যতা: স্পেশ্যালিস্ট ডাক্তার: সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা সঙ্গে ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছর এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: এমবিবিএস এবং ইন্টার্নশিপ৷

ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত৷ বিস্তারিত জানা যাবে www.bsf.gov.in অথবা www.bsf.nic.in ওয়েবসাইটে৷

নোটিসটি দেখতে ক্লিক করুন