পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনে ২৬৩২ অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার নিয়োগ

1659
0
wbpsc recruitment 2022

পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন বোর্ডে ২৬৩২ জন রেভিনিউ অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক (নন-টেকনিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল),

অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান ও অ্যাসিস্ট্যান্ট সাব-স্টেশন অ্যাটেন্ড্যান্ট (টেকনিক্যাল) নিয়োগ করা হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত৷
যোগ্যতা: রেভিনিউ অ্যাকাউন্ট্যান্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত বিকম

অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত এমকম অথবা সিএ/আইসিডব্লুএআই ইন্টার৷
ক্লার্ক: যে-কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি কোর্স বা সমতুল কোর্স পাশ৷

ম্যাট্রিকুলেশন স্তর পর্যন্ত পাঞ্জাবী ভাষা পাশ করে থাকতে হবে৷ টাইপিং টেস্টে ইংরেজি এবং পাঞ্জাবী থাকবে৷
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা
অথবা ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং৷
অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান: ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে লাইনম্যান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট৷
অ্যাসিস্ট্যান্ট সাব স্টে্শন অ্যাটেন্ড্যান্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিশিয়ান/ ওয়্যারম্যান ট্রেডে পূর্ণ সময়ের নিয়মিত আইটিআই এবং ২ বছরের অ্যাপ্রেন্টিসশিপ৷
বয়স: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে৷
আবেদনের পদ্ধতি: https://pspcl.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত৷
https://pspcl.in/wp-content/uploads/2021/05/Advt-CRA-298-of-2021-PSPCL.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷