নেভিতে ট্রেনিং দিয়ে ৫০ পদে চাকরি

1430
0

নেভিতে কোর্স করিয়ে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান নেভি ( Indian Navy)। এর মধ্যে জেনারেল সার্ভিসের জন্য ৪৭টি ও হাইড্রো ক্যাডারের জন্য ৩টি পদ রয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

যোগ্যতা: দুটি পদের জন্যেই ৬০ শতাংশ নম্বর সহ বিই/বিটেক উত্তীর্ণ হতে হবে।

কোভিড পরিস্থিতির জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না।

এনসিসি সার্টিফিকেট থাকলে এসএসবিতে নম্বরের সুবিধা পাবেন। সার্টিফিকেট যেন ৩০ জুন, ২০১৮-র আগের না হয়।

 

বয়সসীমা: বয়স হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০২ এর মধ্যে।

 

আবেদন: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ২৬ জুন, ২০২১ তারিখের মধ্যে। অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_3_2122b.pdf

 

আবেদনের জন্য ওয়েব লিঙ্ক: www.joinindiannavy.gov.in