ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, কলকাতায় ৭ জন সুপারভাইজার ও এনগ্রেভার নিয়োগ করা হবে (Mint job)৷ Advt No. IGMK/HR (Estt.)/Rect./1/2021.
শূন্যপদ: সুপারভাইজার: ১ (অসংরক্ষিত), এনগ্রেভার: ৬ (স্কাল্পচার শূন্যপদ ২- ওবিসি ১, অসংরক্ষিত ১, মেটাল ওয়ার্কস ২- অসংরক্ষিত, পেইন্টিং ২- অসংরক্ষিত)৷
বয়সসীমা: সুপারভাইজার পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে এবং এনগ্রেভার পদের জন্য ১৮-২৮ বছরের মধ্যে৷
সবক্ষেত্রেই ২০ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: সুপারভাইজার: হিন্দি বা ইংরেজিতে মাস্টার ডিগ্রি (ইংরেজিতে মাস্টার ডিগ্রি হলে স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে এবং হিন্দিতে মাস্টার ডিগ্রি হলে স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে)৷
ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের সরকারি কাজে এক বছরের অভিজ্ঞতা দরকার৷
এনগ্রেভার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি (স্কাল্পচার/ মেটাল ওয়ার্কস/ পেইন্টিং)৷
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০ জুলাই ২০২১ তারিখের মধ্যে এবং সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে (Mint job)৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷
পরীক্ষার ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি ও ইন্টিমেশন চার্জ)৷
তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে৷
আবেদনের পদ্ধতি: http://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জুলাই পর্যন্ত৷
নোটিসটি দেখতে ক্লিক করুন