কাল প্রকাশ হতে পারে আপার প্রাইমারীর সংশোধিত মেধা তালিকা

1122
0
ssc, ssc tet, ssc Upper Primary Tet, Upper Primary Result

আগামীকাল আদালতের নির্দেশ অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করতে পারে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (wbssc)। গত সপ্তাহেই আদালতের কাছে চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়তে হয় এসএসসিকে।

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে গত ২১ জুন মেধা তালিকা প্রকাশ করা হয় এসএসসির। কিন্তু সেখানে প্রার্থীর নম্বর বিভাজন সংক্রান্ত কোন ফলাফল ছিল না। তার পরিপ্রেক্ষিতে নিয়োগে অস্বচ্ছতার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে আদালত এসএসসির এহেন পদক্ষেপকে চূড়ান্ত সমালোচনা করে। এর আগেও আদালতের নির্দেশ ছিল নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী এসএসসি পদক্ষেপ না করায় চূড়ান্ত সমালোচনা করে আদালত।

নতুনভাবে নম্বর সহ তালিকা আগামীকাল প্রকাশ হতে পারে এসএসসির ওয়েবসাইটে। এমনকি যাঁদের তালিকা থেকে নাম বাদ গেছে, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যাঁরা অসফল তাঁদের তালিকাও প্রকাশ করার নির্দেশ রয়েছে।