কারেন্ট অ‍্যাফেয়ার্স ১১ জুলাই ২০২১

656
0
daily current affairs

আন্তর্জাতিক

  • মহাকাশ পর্যটনের মহড়া সেরে নিল ভার্জিন গ্যালাকটিক। তাদের মহাকাশযান ভি এস এস ইউনিটি ২২ মিনিট মহাকাশ সফর করল। তারমধ্যে পৃথিবী থেকে ৮০কিলোমিটার উচ্চতায় উঠে ভারশূন্য অবস্থায় ৫ মিনিট কাটান তাঁরা। এই ছ’জন মহাকাশচারীর মধ্যে ছিলেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্যানসনস স্বয়ং। ভারতীয় বংশোদ্ভূত ৩৪ বছর বয়সী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিষা বান্দালাও মহাকাশ অভিযানে অংশ নিলেন। প্রসঙ্গত বছরে ৪০০ টি মহাকাশ উড়ানের পরিকল্পনা রয়েছে মার্জিনের। আড়াই লক্ষ ডলার দিয়ে সাতটি দেশের ৬০০ জন টিকিট কেটে রেখেছেন মহাকাশে অভিযান করবেন বলে। অন্যদিকে কল্পনা চাওলা, সুমিতা উইলিয়ামসের পর ফের কোনো ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশ অভিযানে অংশ নিলেন।
  • ফাইজার সংস্থাকে করোনাভাইরাস প্রতিষেধকের তৃতীয় ডোজ দেওয়ার অনুমতি দিল ইজরায়েল সরকার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য এখনই তৃতীয় ডোজ নিয়ে ভাবনার সময় আসেনি ।
জাতীয়
  • আফগানিস্তানে কান্দাহার কনস্যুলেট থেকে ৫০ জন ভারতীয় কূটনীতিক ও নিরাপত্তা রক্ষীকে বায়ুসেনার বিশেষ বিমানে ফিরিয়ে আনল ভারত। কান্দাহারে আফগান সেনার সঙ্গে তালিবান ও লস্কর জঙ্গিদের লড়াই শুরু হয়েছে।
  • কলকাতার হরিদেবপুর থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তারা তহবিল ও সদস্য সংগ্রহ করত বলে মনে করা হচ্ছে। কাশ্মীরেও আইএস এর নতুন মডেলের খোঁজ পাওয়া গেছে বলে জানল এনআইএ। শ্রীনগর,অনন্তনাগ, বারামুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
বিবিধ
  • পুরীর জগন্নাথ মন্দিরের শেষ দেবদাসী পরশ মণি দেবী (৯০) প্রয়াত হলেন। ১৯৫৫ সালে ওড়িশা সরকার দেবদাসী প্রথার বিলোপ সাধন করে। পরশমণি দেবী গত আট দশক ধরে জগন্নাথ মন্দিরে ভক্তিগীতি পরিবেশন করে এসেছেন।
খেলা
  • ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনাল চিলির কাছে পরাস্ত হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি। এবার অধিনায়ক হিসাবেই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করলেন তিনি। ২৮ বছর পর ফের এই খেতাব জিতল তারা। তাও ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে। একমাত্র গোলটি করলেন অ্যাঙ্খেল দি মারিয়া। এই নিয়ে দ্বিতীয় বার এই খেতাব জিতল আর্জেন্টিনা।
  • ঘরের মাঠে ইউরো কাপ হাতছাড়া করল ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে তারা টাইব্রেকারে পরাস্ত হল ইতালির কাছে ( ২-৩)। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকল ইতালি। এইদিন ম্যাচ শুরুর এক মিনিট ৫৬ পসেকেন্ডের মধ্যে গোল করেন ইংল্যান্ডের লুক শ। ইউরও ফাইনালের ইতিহাসে এটি দ্রুততম গোল।
  • উইম্বল্ডন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি ৬-৭,(৪-৭),৬-৪,৬-৪,৬-৩ ফলে পরাস্ত করলেন মাত্তেও বেরেত্তিনিকে। এই নিয়েই কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম জিতে স্পর্শ করলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে। নোভাক এই নিয়ে ষষ্ঠবার উইম্বলডন জিতলেন। এছাড়াও তিনি নয় এবার অস্ট্রেলিয়া ওপেন, তিন বার ইউএস ওপেন এবং দুবার ফরাসি ওপেন খেতাব জিতেছেন।
  • ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সমীর বন্দ্যোপাধ্যায় (১৭) জুনিয়র উইম্বলডন বয়েজ বিভ্যাগে চ্যাম্পিয়ন হলেন।