কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০২১

563
0
daily current affairs
Courtesy: Eurosport

আন্তর্জাতিক
  • নেপালি কংগ্রেসের প্রধান শেরবাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ দিল নেপালের সুপ্রিম কোর্ট (daily current affairs)। আগামী ১৮ জুলাই সংসদের নিম্নকক্ষের অধিবেশন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কে পি অলির অনুরোধে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী নিম্ন কক্ষ ভেঙে নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই সিদ্ধান্ত খারিজ করে সংসদ শুরু করতে বলেছিল আদালত। গত ২২ মে বিদ্যাদেবী পুনরায় অলির পরামর্শে সংসদের নিম্ন কক্ষ ভেঙে দেন। এবার দৃষ্টি আবেদন করেছিল তার বিরুদ্ধে। সেই মামলাতেই এই রায় দেওয়া হল।
  • আনুষ্ঠানিকভাবে আফগান সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তর করলেন আফগানিস্তানে আমেরিকান সেনাবাহিনীর প্রধান অস্টিন মিলার। এই ক্ষমতা ছিল তাদের হাতে।
জাতীয়
  • উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ বজ্রপাতে ৭০ জনের মৃত্যু হল এক দিনে।
  • দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছাল ৩ কোটিতে। এখন সক্রিয় রোগী সাড়ে ৪ লক্ষ।
  • হিমাচল প্রদেশে ধর্মশালার ভাগসুনাগ এলাকা মেঘমালা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল।
বিবিধ
  • নতুন রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত ত্যাগকরেছেন বলে জানিয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। এজন্য তিনি অতীতে ‘মাক্কাল মনোড্রাম’  মঞ্চ করেছিলেন যা প্রত্যাহার করে নিলেন এদিন তিনি। স্বাস্থ্যের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
  • কলকাতায় আত্মপ্রকাশ করল ‘অথর্স অ্যান্ড পোয়েটস গিল্ড’।
খেলা 
  • ইউরোপে সোনার বুট পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা ৫। প্রতিযোগিতার শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হলেন ইতালির জানলুইজি ডোলারুমা। ডোলারুমা ইতালির গোলরক্ষক। এই প্রথম কোনো গোলরক্ষক ইউরোয় শ্রেষ্ঠ ফুটবলারের সম্মান পেলেন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন ইতালির লিওনার্দো বোনুচ্চি।
  • কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে দুই হাত দিয়ে উপর করে মারাদোনার স্মৃতিতে উৎসর্গ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
daily current affairs