বন্ধ করে দেওয়া হল আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম কান্দাহার বিমানবন্দর। এদিন রানওয়েতে দুটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এই হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা–এমনটাই দাবি প্রশাসনের। তবে এদিন আফগান সেনার ছোড়া বোমা গিয়ে পড়ল হেলমন্দ প্রদেশের একটি হাসপাতালে। মৃত্যু হল এক জনের। ভুল করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগান সেনা।
দাবানলে ৬ জনের প্রাণহানি হল তুরস্কে। বদাম, মানভগত, মারমারিস শহরে কয়েকজন মানুষ জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখলেন তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইপ এর্ডোয়ান। দাবানলের ঘটনা ঘটেছে গ্রিসেও। কেবল গত ২৪ ঘণ্টাতেই ছাপ্পান্নটি দাবানলের ঘটনা ঘটেছে গ্রিসে। গ্রিসের গড় তাপমাত্রা নাকি এখন ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
জাতীয়
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যে বৈঠক হবে তাতে সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। বৈঠক ৯ আগস্ট। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হবে যে মাসে সেই মাসেই এই দায়িত্ব পাচ্ছে ভারত।
মেঘালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান পেলেন প্রবাসী বাঙালি ছাত্র দেবদুলাল নাগ। শিলংয়ের লাবান বেঙ্গলি বয়েজ স্কুলের ছাত্র দেবুলাল। ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিসে দ্বিতীয় স্থান পেলেন কাশ্মীরের তানভির আহমেদ খান।
বিবিধ
জুলাই মাসে দেশে ১,১৬,৩৯৩ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত মাসে দেশে ২৩.৭ লক্ষ টন পেট্রোল ও ৫৪.৫ লক্ষ টন ডিজেল বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় চাহিদা ১৭ এবং ১২.৩৬ শতাংশ বেশি বলে জানানো হয়েছে।
খেলা
অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেলেন পিভি সিন্ধু। তিনি ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে চিনের হি বিং দিয়াওকে ২১-১৩, ২১-১৫ ফলে পরাস্ত করলেন। এই প্রথম কোনো ভারতীয় মহিলা পরপর দুটি অলিম্পিকে পদক জয় করলেন। ২০১৬ সালে সিওল অলিম্পিকে পদক জিতে ছিলেন। ভারতীয়দের মধ্যে একমাত্র সুশীলকুমার ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ ও রুপোর পদক জিতে ছিলেন। ভারতের পুরুষ হকি দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে দিল। পুরুষদের টেনিস সিঙ্গলসে সোনা জিতল আলেকজান্ডার জেরেভ। পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ইতালির ল্যামন্ট সার্সেল জেকবস (৯.৮০ সেকেন্ড)।