আফগানিস্তানের গজনি ও হেরাথ প্রদেশের রাজধানী শহরের দখল নিল তালেবান জঙ্গিরা। এদিকে কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালিবান, আফগান প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হল। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নিড প্রাইস অভিযোগ করলেন ,’ গত সেপ্টেম্বরে তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছিল তা পদে পদে ভেঙেছে তালিবান।’
ভারতের ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে পরমাণু অস্ত্র বহনে ভূমি থেকে ভূমি ২৯০ কিলোমিটার পাল্লার ‘গজনভি’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা মূলক উৎক্ষেপণ করল পাকিস্তান।
জার্মানির ফ্রিসল্যান্ডে ৮৬০০ জনকে করোনা প্রতিষেধক এর বদলে স্যালাইন দেওয়া হয়েছে বলে জানা গেল।
জাতীয়
অসমে ব্রহ্মপুত্র নদের নিচে সুরঙ্গ পথ তৈরি করা হবে। মিশা থেকে তেজপুরের মধ্যে ১৪.৮৫০ কিলোমিটার পথের ওই সুড়ঙ্গ ধরে ঘণ্টায় ৮০কিমি বেগে গাড়ি চলতে পারবে। সেনা বাহিনীর সাঁজোয়া গাড়িও চলতে পারবে। সে জন্য প্রায় 5 হাজার কোটি টাকা ব্যয় হবে। সেনাবাহিনীর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অরুণাচল প্রদেশ পৌঁছনোর বিকল্প একটি রাস্তা তৈরি হবে।
ইসরোর জিএসএলভি-এফ১০ নামের উপগ্রহটি উৎক্ষেপণের ৪ মিনিট ৫৫ সেকেন্ড পর ভেঙে পড়ল। ক্রায়োজেনিক ইঞ্জিনের ত্রুটিতে এই নিয়ে দ্বিতীয় কোনো মিশন ব্যর্থ হলো। জিএসএলভি-র ক্ষেত্রে এটি ছিল চতুর্দশ প্রয়াস ও চতুর্থ ব্যর্থতা।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৭৩ রান করল ভারত। শতরান করলেন লোকেশ রাহুল (অপরাজিত ১২৬)। তিনি এবং রোহিত শর্মা ওপেনিং জুটিতে ১২৬ রান করে ভেঙে দিলেন হাজার ১৯৫২ সালের পঙ্কজ রায় ও বিনু মাঁকড়ের ১০৬ রানের রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রাহুল প্রথম দিনে শত রান করে লর্ডসে অপরাজিত থাকলেন।
উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল চেলসি। ফাইনালে তারা টাইব্রেকারে পরাস্ত করল ভিয়ারিয়ালকে। এটি তাদের দ্বিতীয়বার সুপার কাপ জয়।