কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০২১

550
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে গত সাত দিনে ১৩ টি প্রাদেশিক রাজধানীর সকল নিয়েছিল তালিবান। এবার কন্দহর, গজনি,কালা-ই-ল, ফিরোজ-কো-এরও দখল নিয়ে নিল জঙ্গিরা। কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে তারা। এর ফলে কাবুল থেকে দূতাবাস খালি করে কর্মীদের ফেরানোর জন্য নতুন করে সেনা পাঠাতে হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে।
  • পাকিস্তান সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিয়োগের জন্য লাহোর হাইকোর্টের বিচারপতি আয়েশা মালিকের নাম প্রস্তাব করলেন পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ। বিচারপতি আয়েশা হাভার্ড ল স্কুলের প্রাক্তন ছাত্র। নিযুক্ত হলে তিনিই হবেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি।
জাতীয়
  • দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব’ এর সূচনা করলেন চিফ অব ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত।
  • হিমাচল প্রদেশের লাহুল স্ফিতিতে নালডা গ্রামের কাছে ধস নেমে‌ রুদ্ধ হয়ে গেল চন্দ্রভাগা নদীর গতিপথ। সেখানে একটি হ্রদ সৃষ্টি হয়েছে। বড় বিপর্যয়ের আশঙ্কায় ১৩টি গ্রামের ২০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হল।
বিবিধ
  • নজিরবিহীন উত্থান এর সাক্ষী থাকলো ভারতের শেয়ার বাজার। শেয়ার সূচক সেন্সেক্স ৫৫০০০ এর ঘরে ও নিফটি ১৬ হাজারের ঘরে পৌঁছল। ১৬  দিনে সেন্সেক্স বৃদ্ধি পেল ২৫০০ অঙ্ক।
  • উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি নিযুক্ত হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি মহাকাশের স্থলাভিষিক্ত হলেন।
খেলা
  • লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৬৪ রানে। কে এল রাহুল ১২৯ রানে  আউট হলেন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৫ উইকেট নিলেন। ৩৯ বছর ১৪ দিন বয়সি অ্যান্ডারসন প্রবীণতম ক্রিকেটার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ১১৯ রান করল।
  • ক্রিকেট থেকে অবসর নিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ।