নৈরাজ্যের ছবি এখন রাজধানী কাবুল জুড়ে। বিমানবন্দরের পাঁচিল টপকে আসা ব্যক্তিকে গুলি করছে তালিবান যোদ্ধা, রাজধানীর পথে চেকপোস্টে জঙ্গিরা নজরদারি চালাচ্ছে। ভারতের রাষ্ট্রদূত রুদ্র ট্যান্ডন সহ ৪৫ জন দূতাবাসকর্মীকে আটক করে রেখেছিল জঙ্গিরা। পরে রাশিয়ার হস্তক্ষেপে তারা ছাড়া পান। আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরা সালে নিজেকেই রাষ্ট্রপতি বলে ঘোষণা করলেন। যদিও তিনি নিজেও লুকিয়ে রয়েছেন গোপন স্থানে। রেকর্ড পতন হল আফগান মুদ্রার। তালিবানকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করল ফেসবুক। তবে তালিবানদের স্বাগত জানাল তুরস্ক। অন্যদিকে আফগানিস্তানের এই অচলাবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে দায়ী করা হচ্ছে জো বাইডেন সরকারের গয়ংগচ্ছ মানসিকতাকে। দো-ভাষী ( পরিবার সহ) পুনর্বাসন পাবেন জানালেও মাত্র 2 হাজার জনকে তারা মার্কিন মুলুকে আশ্রয় দিতে পেরেছে।
জাতীয়
মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি। উচ্চপদস্থ পুলিশ কর্মীদের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারী সংস্থা যাতে তার বিরুদ্ধে কড়া অবস্থান না নেয় সে বিষয়ে তার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টও।
মুম্বাইয়ের কান্দিভালিতে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড থেকে ২১.৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করল ইপিএফও। এক্ষেত্রে চন্দন কুমার সিনহা নামের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বলা হয়েছে, বিষয়টি ব্যাংক-ডাকাতির সমান। এক্ষেত্রে ৮৬৭টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কাজে লাগানো হয়েছিল।
দেশে দৈনিক সংক্রমণ কমে হল ২৫১৬৬। পাঁচ মাসে তা সর্বনিম্ন। গত ৭ মে তা হয়েছিল ৩১৪১৮৮ জন।
বিবিধ
নতুন একটি সূচক এর ( ফিনান্সিয়াল ইনক্লুশন ইনডেক্স) সূচনা করল ভারতের রিজার্ভ ব্যাংক। এর কোনো ভিত্তি বর্ষ থাকবে না। প্রতিবছর জুলাইয়ে তা প্রকাশ করা হবে। দেশের নাগরিকদের কাছে অর্থনীতির বিভিন্ন সুবিধা কতটা পৌঁছচ্ছে তা বুঝতে সাহায্য করবে এই সূচক।
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার ক্রীড়া সূচি প্রকাশ করল আইসিসি। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত খেলা হবে দুবাই,শারজা ও আবুধাবিতে।। অংশ নেবে ১৬ টি দেশ। এরপর সুপার টুয়েলভে খেলবে ১২টি দল।
দেবাং গান্ধী বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন।