কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ আগস্ট ২০২১

641
0
Daily current affairs

আন্তর্জাতিক
  • ফাওয়াদ আন্দারাবি নামে একজন লোকগানের শিল্পীকে মাথায় গুলি করে হত্যা করল তালিবান জঙ্গিরা। বাগলান প্রদেশের প্রত্যন্ত আন্দারাবি উপত্যকায় এই ঘটনা ঘটেছে। এর আগে জান মহম্মদ নামে একজন কৌতুক শিল্পীকেও নৃশংসভাবে হত্যা করেছিল তালিবানরা। কাবুল বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় একটি সম্ভাব্য জঙ্গি হামলা প্রতিরোধ করা গেছে বলে দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে কাবুল থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারও সম্পূর্ণ হয়েছে বলে জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
  • ইরানের পরমানু দপ্তরের প্রধান পদ থেকে পরমানু বিজ্ঞানী আলি আকবর সালেহিকে সরিয়ে প্রাক্তন সড়ক মন্ত্রী মহম্মদ ইসলামিকে নিযুক্ত করা হল।

 

জাতীয়
  • হরিয়ানার কারনালে বস্তারা টোল প্লাজার কাছে জাতীয় সড়ক অবরোধকারীদের হঠাতে লাঠিচার্জ করেছিল পুলিশ। সেই ঘটনায় জখম সুশীল কাজল নামে একজন কৃষক এদিন প্রয়াত হলেন।
  • `রামায়ণ কনক্লেভ’ এর সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে পুজো দিলেন তিনি।

 

বিবিধ
  • পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ থানার পুরস্কার পেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত বছর সমীক্ষা চালিয়ে এই পুরস্কার দিয়েছে।
  • ১৮ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত ন্যাশনাল পেনসেন সিস্টেমে যোগ দেওয়া যাবে বলে জানালো কেন্দ্রীয় সরকার।

 

খেলা
  • জাতীয় ক্রীড়া দিবসের দিনেই প্যারাঅলিম্পিক থেকে দুটি পদক জিতল ভারত। টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনাবেন প্যাটিল। ২০১৬ সালে দীপা মালিকের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এবং টেবিল টেনিসে প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৩৪ বছরের ভাবিনা গুজরাটের বাসিন্দা। পাঞ্চাবের ২১ বছরের তরুণ নিশাদ কুমার টি ৪৭ হাইজাম্পে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতলেন। ছোটবেলায় কাটার মেশিনে ডান হাতের অনেকটা বাদ চলে গিয়েছিল নিশাদের।
  • ফ্রান্সের নঁসিয়ে আন্তর্জাতিক ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলেন ভারতের পি ইনিয়ান।

 

২৮ আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে   ক্লিক করুন