উচ্চমাধ্যমিক যোগ্যতায় ড্রাইভার নিয়োগ

2142
0
Driver Recruitment 2024

কেন্দ্রীয় সরকারি সংস্থা ভাবা অ্যাটোমিট রিসার্চ সেন্টারে ২০ জন ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ (Bhabha Atomic driver recruitment)

এবং সাব অফিসার/ বি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: BARC/MYS/02/2021.

শূন্যপদ: পোস্ট কোড ডিআর ০১: ড্রাইভার: ১৬ (অসংরক্ষিত ৬, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

পোস্ট কোড ডিআর ০২: সাব অফিসার/ বি: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

যোগ্যতা ও বয়স: ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/ এ: কেমিস্ট্রি সহ সায়েন্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।

এক বছরের ড্রাইভিং অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও ফায়ার ফাইটিং ইক্যুপমেন্টে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

অফিসার/বি:  কেমিস্ট্রি সহ সায়েন্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।

ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসার্স কোর্স পাশ করে থাকতে হবে। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।

বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ পদে ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট, ড্রাইভিং টেস্ট ও লেখা পরীক্ষা

এবং সাব অফিসার/ বি পদে ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দুটি পদের জন্যই শারীরিক মাপজোক সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.barc.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P.B No.1, Yelwal, Mysuru-571130 ঠিকানায়।

পৌঁছতে হতে ১৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে। খামের উপরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম ও বিজ্ঞপ্তি নম্বর লিখতে হবে।

(Bhabha Atomic driver recruitment)

নোটিসটি দেখতে  ক্লিক করুন