উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫৪ জন প্রফেসর

1181
0
St. Xaviers College Recruitment 2024

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫৪ জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি নম্বর: ৩৪/আর-২০২১)।

www.nbu.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রফেসর পদে ১৯ জন, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ২৫ জন ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১০ জন নিয়োগ করা হবে।

যে সমস্ত বিষয়ে প্রফেসর নেওয়া হলে সেগুলি হল- ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি ও অ্যাপ্লায়েড জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ইংলিশ,

বাংলা, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, হিন্দি, জুলজি, বটানি, হিস্ট্রি, সোশিওলজি, সেন্টার ফর হিমালায়ন স্টাডিজ।

অ্যাসোসিয়েট প্রফেসর- ম্যাথমেটিক্স, ফিলোজফি, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফিজিক্স,

ম্যানেজমেন্ট, মাইক্রোবায়লিজি, ইকোনমিক্স, সংস্কৃত, এডুকেশন, জিওলজি, মাস কমিউনিকেশন, কেমিস্ট্রি, ফুড টেকনোলজি, সেন্টার ফর হিমালায়ন স্টাডিজ।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ল, ফিজিক্স, জুলজি, হিস্ট্রি, সোশিওলজি।

আবেদনের পদ্ধতি: www.nbu.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (Professor recruitment)।

নোটিসটি দেখতে  ক্লিক করুন