আন্তর্জাতিক
- প্রথমে মেয়েদের জন্য শিক্ষার দরজা বন্ধ করা হয়েছিল আফগানিস্তানের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ে। এবার কাবুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী, অধ্যাপিকা বা মহিলা শিক্ষাকর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হল।নবনিযুক্ত উপাচার্য আশরফ গৈরাট এ প্রসঙ্গে বলেছেন, “যতদিন না দেশে ইসলামি আবহ তৈরি হচ্ছে ততদিন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশ করতে দিতে পারি না. আগে ইসলাম পরে অন্য সব কিছু।’ প্রসঙ্গত স্নাতক ডিগ্রিধারী গৈরাটকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে কাবুলের ৮৩ জন অধ্যক্ষ ইস্তফা দিয়েছেন
- রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম করোনার তৃতীয় টিকা বা বুস্টার ডোজ নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।৬৫ ঊর্ধ্বদের এই বুস্টার ডোজ দেওয়ায় সায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতীয়
- ২০২৩ সালের মধ্যে শ্রীনগর-লাদাখ সংযোগকারী জোজি লা সুড়ঙ্গের কাজ সমাপ্ত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়করি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১৫৭৮ ফুট উচ্চতায় ১৪.১৫ কিমি দীর্ঘ দ্বিমুখী সুড়ঙ্গ খুঁড়ছে হায়দরাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং।
- ৭ থেকে ১২ বছর বয়সীদের কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগে সিরাম সংস্থাকে অনুমতি দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশেন।
- জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমার জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। এতদিন তিনি সিপিআই দলের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে পাঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন নভজ্যোত সিং সিধু।
বিবিধ
- ৭০ বছর পর দেখা হল মা (১০০) ও ছেলের (৮২)। বাংলাদেশের ব্রাহ্মণবেরিয়া মহলা গ্রামের কুদ্দুস মুন্সি ১০ বছর বয়সে ঘর থেকে পালিয়ে ছিলেন। প্রত্যাবর্তনে সাহায্য করেছে ফেসবুক।
- পুস্করের পশু মেলায় সুলতানের দাম উঠেছিল ২১ কোটি। হরিয়ানার সেই বিখ্যাত মহিষটি মারা গেল। দেড় টন ওজনের মহিষটি রোজ দুধ, গাজর ও আনাজ খেত।
খেলা
- মহিলা ক্রিকেটারদের মধ্যে বোলারদের বিশ্ব স্থানাঙ্কে দ্বিতীয় স্থান পেলেন ঝুলন গোস্বামী। শীর্ষস্থানে রয়েছেন জেসে জোনাসেন। ব্যাটিংয়ে তৃতীয় ক্রমে আছেন মিতালি রাজ।
- চ্যাম্পিয়ন লিগে গোল পেলেন লিওনেল মেসি। তাঁর নতুন দল পিএসজি ২-০ গোলে পরাস্ত করল ম্যাঞ্চেস্টার সিটিকে।