আন্তর্জাতিক
- সুইজারল্যান্ডের আফগান দূতাবাস একটি বিবৃতি জারি করে দাবি করল, আমরুল্লা সালের নেতৃত্বাধীন আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্রই সেদেশের একমাত্র বৈধ সরকার। প্রাক তালিবান আমলে আশরফ গণি সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সালে। এদিকে বারবার মার্কিন ড্রোন আফগান আকাশে প্রবেশ করছে, অভিযোগ তুলে তালিবানদের দাবি, দোহা চুক্তি ভঙ্গ হচ্ছে।
- জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ইয়োশিহিদে সুগা। প্রায় এক বছর তিনি দায়িত্বে ছিলেন। বর্তমানের বিদেশমন্ত্রী ফুমিয়ো কিশিদা এগিয়ে রয়েএছন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি।
জাতীয়
- পড়ুয়াদের বিদ্যালয়ে রান্না করা খাবার `মিড ডে মিল’ প্রকল্পের নাম বদলে হচ্ছে `পিএম পোষণ’। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত, এই প্রকল্প শুরুর সময় তার ৯০ শতাংশ ব্যয়ভার বহণ করত কেন্দ্রীয় সরকার। এখন ৬০ শতাংশ বহণ করে।
- দক্ষিণ দিল্লির অ্যান্ড্রুজ গঞ্জের বিতর্কিত রেস্তোরাঁটি বন্ধের নোটিশ দিল দক্ষিণ দিল্লি পুর নিগম। ব্যবসা চালানোর লাইসেন্সই ছিল না রেস্টোরাঁটির। শাড়ি পরার কারণে এক মহিলাকে প্রবেশাধিকার না দেওয়ায় সম্প্রতি বিতর্কে এসেছিল রেস্তোরাঁটি।
বিবিধ
- চিকিতসা বিদ্যা স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম হলেন পশ্চিমবঙ্গের অমর্ত্য সেনগুপ্ত।
- রাষ্ট্রসঙ্ঘের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বিষয়ক অধিবেশনে বক্তব্য রাখলেন নোবেল পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী।
খেলা
- ডুরান্ড কাপের ফাইনালে উঠল এফসি গোয়া। এদিন তারা সেমিফাইনালে সাডেন ডেথে ৭-৬ গোলে পরাস্ত করল বেঙ্গালুরু এফসিকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব।
- চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটাল মলডোভার ক্লাব শেরিফ তিরাসপোল। তারা ২-১ গোলে পরাস্ত করল রিয়াল মাদ্রিদকে। এই অখ্যাত ক্লাবটির মালিক ভিক্টর গুসান প্রাক্তন কেজিবি কর্তা। ২৪ বছরে ১৯ বার মলডোভান চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা।