কারেন্ট অ্যাফেয়ার্স ১১ অক্টোবর ২০২১

722
0
daily current affairs
Courtesy: The Business Standard

আন্তর্জাতিক
  • ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেবিট কার্ড, জোশুয়া ডি এবং গিডো ডবলিউ ইসবেনস। মোট পুরস্কার মূল্যের অর্ধেক পাবেন কার্ড এবং বাকি অর্ধেক পাবেন জোশুয়া ও ইসসেনস। এই তিনজন  যথাক্রমে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় , ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। শ্রমবাজারের গড়পড়তা কিছু ধারণাকে ভুল প্রমাণ করেছে এই তিন বিজ্ঞানীর গবেষণা।
  • করোনা সংক্রমণ ঠেকাতে ১০৬ দিন পর লকডাউন থেকে মুক্তি পেল অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি।
জাতীয়
  • ভারত ও চিনের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক অনুষ্ঠিত হল। দীর্ঘ বৈঠকের পরও পূর্ব লাদাকের অধিকৃত এলাকা ত্যাগ করার প্রস্তাব খারিজ করল চিন। গত ১২ টি বৈঠকে থেকেই যৌথ বিবৃতি জারি করা হত যা এদিন হয়নি।
  • কাশ্মীরে পুঞ্জ জেলার সুরানকোটে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে একজন সেনা অফিসার সহ পাঁচ সেনা কর্মী শহিদ হলেন। ২০২০ সালের মে মাসে হান্দোয়ারায় জঙ্গি দমনে অভিযানের পর এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ল সেনা।
  • কেন্দ্রীয় সরকারকে করোনা প্রতিষেধকের জন্য দাম দিতে হয়নি তাই পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।
বিবিধ
  • সংগীত শিল্পী স্বপন গুপ্ত (৭৮) প্রয়াত হলেন। আধুনিক ছায়াছবির গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীতের জন্য খ্যাতিমান ছিলেন এই দৃষ্টিহীন শিল্পী। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সংগীত মহা সম্মান’ পুরস্কার দিয়েছিল।
  • ভারতের আকাশে উড়ানোর অনুমোদন পেল রাকেশ ঝুনঝুনওয়ালা বিমান সংস্থা আকাশ এয়ার।
খেলা
  • নেশনস লিগ চ্যাম্পিয়ন হল ফ্রান্স। সান সিরোতে ফাইনালে তারা ২-১ গোলে পরাস্ত করল স্পেনকে। প্রথম দল হিসাবে ফিফা বিশ্বকাপ ইউরোপ এবং উয়েফা নেশনস জিতল তারা। ফ্রান্সের হয়ে গোল করলেন করিম ও কিলিয়ান এমবাপে।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে পরাস্ত করল উরুগুয়েকে। দেশের হয়ে ৮০ টি গোল হল লিওনেল মেসির যা লাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি।
  • টমাস কাপ গ্রুপ সি টাইয়ে ভারত ৫-০ ব্যবধানে হারাল নেদারল্যান্ডসকে।