আইটিআই যোগ্যতায় নিউক্লিয়ার পাওয়ারে অ্যাপ্রেন্টিস

1344
0
NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২৫০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Apprentice 2021)।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ইলেকট্রনিক মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, ওয়ারম্যান, ডিজেল মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার, ড্রাফটসম্যান (সিভিল/ মেকানিক্যাল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (ইংলিশ/ হিন্দি), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৫ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী উর্ধ্বসীমা ছাড় পাবেন।

স্টাইপেন্ড: এক বছরের আইটিআই পাশ করা প্রার্থীরা ট্রেনিং চলাকালীন ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন এবং দু’বছরের আইটিআই পাশ করা প্রার্থীরা প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীর উচ্চতা হতে হবে ১৩৭ সেন্টিমিটার, ওজন ২৫.৪ কেজি।

আবেদনের পদ্ধতি: http://www..apprenticeship.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৪ টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন