কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০২১

452
0
daily current affairs
Courtesy: NewsroomPost

আন্তর্জাতিক
  • তেহারিক-ই-লবাইক নামক কট্টরপন্থী ধর্মীয় সংগঠনের প্রতি যে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান সরকার। ওই গোষ্ঠী এখন নির্বাচনেও অংশ নিতে পারবে। পাকিস্তান থেকে ফরাসি দূতের বহিষ্কারের দাবিতে তাদের তাণ্ডবে ৭ জন পুলিশ অফিসারের মৃ্ত্যু হয়েছিল। বছরের শুরুতে সেই ঘটনার পরই জঙ্গি সংগঠন ঘোষিত হয়েছিল তারা।
  • পরপর ৫ সপ্তাহ ধরে ইউরোপে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুথী। চলতি সপ্তাহে ১৮ লক্ষ জন সংক্রমিত হয়েছেন। এই বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি উদ্বেগজনক রাশিয়া, রোমানিয়া, ইউক্রেনে।

 

জাতীয়
  • কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করলেন।
  • দেশের সবথেকে প্রবীণ ব্যক্তি হিসেবে কোভিড টিকা নিলেন ১২৫ বছর বয়সী স্বামী শিবানন্দ। ১৮৯৬ সালের ৮ আগস্ট বাংলার শ্রীহট্টে জন্ম হয়েছিল তাঁর। বর্তমানে তাঁর ঠিকানা বারানসীর কবির নগর কলোনি।
  • বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স এর ১৮টি বড় রাজ্য নিয়ে করা সমীক্ষায় সবথেকে সুশাসন ও অপশাসনের তালিকায় নাম এল যথাক্রমে কেরল ও উত্তরপ্রদেশের।

 

খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ৮ উইকেটে হারালো স্কটল্যান্ডকে। ৩৯ বলেই ম্যাচ জিতে নিল ভারত। অন্য ম্যাচে নামিবয়াকে ৫২ রানে পরাস্ত করল নিউজিল্যান্ড।
  • বার্সেলোনার নতুন কোচ নির্বাচিত হলেন জাভি ফার্নান্ডেজ।

 

বিবিধ
  • কেয়ার্ন এনার্জি সংস্থাটি ডিসেম্বর মাস থেকে তাদের নাম বদলে ক্যাপ্রিকর্ন এনার্জি রাখার কথা জানাল।

 

৪ নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন