কারেন্ট অ্যাফেয়ার্স ৯ নভেম্বর ২০২১

646
0
bengali current affairs
Courtesy: NDTV

আন্তর্জাতিক
  • বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। নিজস্ব ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন মালালা নিজেই। পাত্র পাকিস্তনের ক্রিকেট বোর্ড কর্তা আসের মালিক।
  • টানা চারবার নিকারাগুয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ড্যানিয়ল ওর্তেগা। ওর্তেগার দল সন্দিনিন্তা ও জোট শক্তি ৭৬ শতাংশ ভোট পেয়ে ফের ক্ষমতায় এসেছে। যদিও এই নির্বাচনকে `অগণতান্ত্রিক’ বলেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি।
  •  দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে ভারতে এলেন নেপালের সেনা প্রধান প্রভু রাম শর্মা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে `জেনারেল অব ইন্ডিয়ান আর্মি’ নামে বিশেষ সম্মানে সম্মানিত করেন।
জাতীয়
  • রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি ফোন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল অরিন্দম সেন নামে এক চিকিতসক সহ আরও দুজনকে।
  • পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যর পরে শূন্যস্থানে এলেন পুলক রায়। সেইসঙ্গে রাজ্যমন্ত্রিসভায় কিছু রদবদল হল ও সম্প্রসারণ হল। অর্থ প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ক্রেতাসুরক্ষা দফতরের দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। স্বনির্ভর দফতর পেলেন শশী পাঁজা, পূর্ণমন্ত্রীর মর্যাদা সহ প্রধান অর্থ উপদেষ্টা হলেন অমিত মিত্র। অর্থ দফতর থাকল মুখ্যমন্ত্রীর হাতেই।
  • মধ্যপ্রদেশের ভোপালে সরকারি শিশু হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল চার সদ্যোজাতের। শর্ট সার্কিটের কারণেই নাকি এই অপমৃত্যু।
  • মেঘালয়ের প্রধান বিচারপতি হলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তারপর মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। মেঘালয়ে এই প্রথম কোনো বাঙলি বিচারপতি হলেন।
খেলা
  • খেলার দুনিয়ায় `জৈব সুরক্ষা বলয়’ খেলোয়াড়দের মানসিক ক্লান্তি নিয়ে তর্ক তুঙ্গে। এই তর্কের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে গেলেন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দেশের মাটিতে নতুন অধিনায়ক হিসেবে অভিযান শুরু রোহিতের।
  • ভারতীয় `এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেলেন বংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ  ও ঈশান পোডেল। সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেশার উমরান মালিক।
  •  পোল্যান্ডে চলা প্রেসিডেন্টস কাপ শ্যুটিং প্রতিযোগিতায় ২৫ মিটার পিস্তল বিভাগে রুপো পেলেন ভারতের রাহি স্বর্ণোবত। আরেক শ্যুটার মনু ভাকের পেলেন ষষ্ঠ স্থান। এই বিভাগে সোনা পেয়েছেন জার্মানির ভেনেকাম্প।

 

বিবিধ
  • এ পর্যন্ত করোনায় মৃত ৫০, ৭৫, ৭৩৯ আক্রান্ত ২৫,১৩,৩৩,৫৩ সুস্থ ২২,৭৫,৪৩,২১২.
  • `ক্লাইমট চেঞ্জ’-এ বিশ্বে প্রথম আাক্রান্ত কানাডার এক বৃদ্ধা। `ক্লাইমেট চেঞ্জ’ রোগে বিশ্বে এই প্রথম ঘটল এমন ঘটনা। সম্প্রতি কানাডার বসিন্দা ৭০ বছর বয়সি এক চিকিতসক এই রোগে আাক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে কানাডা ও আমেরিকার বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলছিল। সেই কারণে এই রোগে আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জনা গিয়েছে।
  • কোভিশিল্ডের পরল কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ব্রিটেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ছাড়পত্র পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিল বরিস জনসনের সরকার।