আন্তর্জাতিক
- পেশোয়ারে শতাব্দী প্রাচীন শ্রীসন্ত পরমহংসজির মন্দির নতুন করে গডে দেওয়া হল। সেই মন্দির উদ্বোধন করলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি গুলজার আহমেদ। উল্লেখ্য, ২০২০ সালের ৩০ ডিসেম্বর জঙ্গিগোষ্ঠী ওই মন্দিরটি ভেঙে দিয়েছিল।
জাতীয়
- ভারতের আফগান নীতিকে সম্পূর্ণ সমর্থন জানাল কাবুলের তাবত প্রতিবেশী রাষ্ট্র। রাশিয়া, ইরান এবং মধ্য এশিয়ার ৫টি দেশের জাতীয় উপদেষ্টা ওই বৈঠকে হাজির ছিলেন।
- কোভিড পরিস্থিতিরি কারণে বন্ধ থাকা সাংসদ তহবিলের টাকা প্রদান বন্ধ রেখে ছিল কেন্দ্রীয় সরকার। পুনরায় সেই কেন্দ্রীয় তহবিল বা এমপি ল্যাডের অর্থ তহবিল পুনরায় চালু করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সাসংদেরা তাঁদের এলাকা উন্নয়নের জন্য ২ কোটি করে টাকা পাবেন বলে জানানো হয়ে্ছে।
- উচ্চপ্রাথমিকে নিয়োগের জটিলতা কাটাতে এসএসসিকে কলকাতা হাইকোর্ট আরও তিন মাস সময় দিল। নিয়োগের অসচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠা ও মামলার কারণে বার বর তা স্থগিত হয়ে যাচ্ছে। কমিশন ফের সময় পেয়ে যাওয়ায় নিয়োগ আরও বিলম্বিত হবে বলে মনে করছে পরীক্ষার্থীরা।
খেলা
- ইংল্যান্ডকে এক ওভার পাঁচ উইকেটে হারিয়ে দিল নিউজ্যিান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের মুখে। ৪৭ বলে ৭২ রান করে ম্যাচের সেরা হয়েছেন ভাচেল মিচেল।
বিবিধ
- প্রথম সাধারণ ভারতীয় নাগরিক হিসবে সন্চ উপধি পাচ্ছেন দেবসহায়ম পিল্লাই। অষ্টাদশ শতকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। আগামী বছর ১৫ পে তাঁকে সন্ত উপাধিতে সম্মানিত করবেন পোপ । ২০১২ সালে ২ ডিসেমবর জন্মের ৩০০ বছর পূর্তিতে তাঁকে `পবিত্র’ ঘোষণা করা হয়েছিল।
- মোদী সরকার বিরসা মুন্ডার জন্মদিনকে `জনজাতীয় গৌরব দিবস রূপে পালনকরার সিদ্ধান্ত নিল। ১৫ নভেম্বর আদিবসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনকে ওই দিবস পালন করা হবে এবং সেইসঙ্গে এক সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান পালন করবে।
- গত ২৭ সেপ্টেম্বর `আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’ এর সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। তারই সূত্রে দেশের সমস্ত কেন্দ্রীয় হাসপাতাল, পরীক্ষাগার ও ফার্মাসি প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর আওতায় নাম নথিভুক্ত করার নির্দেশ দিল।
- দিল্লির যমুনার জল দূষণের কারণে সংবাদের শিরোনামে. এবং তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
- সিল মাছের মড়ক। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৩০০টি সিলের মৃত্যু হয়েছে। এমন ঘটনায় উদ্বিগ্ন সব মহল। দেখা হচ্ছে পুষ্টির অভাবে না দূষণের কারণে এই মড়ক৷