কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ নভেম্বর ২০২১

504
0
class 11 semester system

আন্তর্জাতিক
  • করোনার কারণে এক বছর ধরে বন্ধ থাকার পর ভারত কর্তারপুর সীমান্ত করিডর খুলে দেওয়া হল। উল্লেখ্য, এই করিডর পেরিয়ে ভারতীয় শিখরা পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা উপাসনাস্থল পরিদর্শন করতে পারে। কর্তারপুর করিডর হল ভারত ও পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত পারাপার স্থল।
  • করোনা বিধি লঙ্ঘন, দেশদ্রোহের মতো অভিযোগ আগেই ছিল, মায়ানমারের জুন্টা সরকার এবার গণতন্ত্রপ্রেমী আঙ সাং সুচির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও আনল। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি ৭৬ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি।
  • বিশ্বে করোনায় এ পর্যন্ত মৃত ৫১,২৬,২৩৯, আক্রান্ত ২৫,৪৮,০৭,৩৭৩ সুস্থ হয়েছেন ২৩,০৩,৪৯,৮৯৫ জন।
  • যুক্তরাজ্যের লিভার পুলে গাডিতে বিস্ফোরণে গ্রেপ্তার করা হল সন্দেহভাজন এক ব্যক্তি।যুক্তরাজ্যের রিমেমবারেন্স সানডেতে স্মরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় রোববার এই দিবস পালিত হয়।

 

জাতীয়
  • দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের স্কুল কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল। আপাতত নবম থেকে দ্বাদশ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠনে পড়াশানা হবে। দীর্ঘদিন গৃহবন্দিত্ব কাটিয়ে ছাত্রছাত্রীরের সমারোহে স্কুল প্রাঙ্গণ মুখরিত হল। ছাত্র-শিক্ষক মুখোমুখি হয়ে সকলেই উচ্ছ্বসিত। আপাতত উপস্থিতি নিয়ে কোনো  বিধিনিষেধ থাকছে না।
  • দিল্লিতে ভয়ানক দূষণ মাত্রার কারণে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ রখা হল। দিল্লি সহ হরিয়ানা, রাজস্থান উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের সরকারি কর্মচারীদের গৃহে থেকে অফিসের কাজ করতে বলা হল। বেসরকরি সংস্থাগুলিকেও ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ করাতে পরামর্শ দেওয়া হল।

 

খেলা
  • সান মারিয়োকে ১০-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে গেল ইংল্যান্ড। একাই চার গোল করেন বিধ্বংসী হ্যারি কেন। স্পর্শ করলেন গ্যারি লিনেকরের কীর্তি।
  • টাটা স্টিল দাবা প্রতিযোগিতা শুরু হল। মেন্টর হলেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ।
  • দেড় কেটি টাকা মূল্যের দামি ঘডি দুবাই থেকে রসিদ ছাড়া আনার কারণে হার্দিক পান্ডিয়ার দুটি হাত ঘডি বাজেয়াপ্ত করল মুম্বই বিমান কর্তৃপক্ষ।
বিবিধ
  • গুজরাতে আমেদাবাদে রাস্তার দুই ধার থেকে সমস্ত আমিষ খাবারের দোকান তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষের নির্দেশ, স্কুল কলেজ ও ধর্মস্থানের ১০০ মিটারের মধ্যে কোনো আামিষ খাবারের দোকান রাখা যাব না।
  •  প্রতিষেধকের দুটি ডোজ নিলে করোনা ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা এক বছর থাকবে বলে জনালেন হু-র মুখ্য বিজ্ঞানী সৌমা স্বামীনাথন।