কারেন্ট অ‍্যাফেয়ার্স ২৫ নভেম্বর ২০২১

564
0

আন্তর্জাতিক

  • জর্জিয়ার ব্রন্সউইকে গত বছরের ২৩ ফেব্রুয়রি এক কৃষ্ণাঙ্গ যুবক আহমদ আরবরিকে হত্যা করেছিলেন ৩ জন শ্বেতাঙ্গ। হত্যার কারণ বর্ণবিদ্বেষ। হত্যাকাণ্ডের ৩ মাস পর একটি ভিডিও চিত্রের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল ওই তিন ব্যক্তিকে। সেই মামলায় ওই তিন শ্বেতাঙ্গ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
  • ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ২৭ জন শরণার্থী প্রাণ হারালেন। ফ্রান্সের ব্যালে বন্দর থেকে বেআইনি অভিবাসীদের নিয়ে ব্রিটেনের দিকে যাচ্ছিল নৌকাটি।
  • সাইবেরিয়ার কেমরেভো অঞ্চলে লিস্তভায়জেনায়া কয়লা খনিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১১ জন শ্রমিক।

জাতীয়

  • উত্তরপ্রদেশের জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০০ একর এলাকা নিয়ে এই বিমনবন্দর নির্মাণে ব্যয় হবে ২৯৫৬০ কোটি টাকা। নির্মাণ সম্পূর্ণ হলে উত্তরপ্রদেশ হবে একমাত্র রাজ্য যেখানে ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে। বছর ১.২ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন যা ভারতের অন্য কোনো বিমান বন্দরে হয় না। ২০২৪ সালে নির্মাণ কার্য সমাপ্ত হওয়ার কথা।
  • ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে। এ ক্ষেত্রে পারিবারিক বার্ষিক ৮ লক্ষ টাকা আয়ের ঊর্ধ্বসীমা পুনর্বিবেচনা করা হবে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার।

খেলা

  • ভুবনেশ্বরে হকি বিশ্বকাপে ভারত ১৩-১ গোলে পরাস্ত করল কানাডাকে। সঞ্জয় সিং ও অরিজিত সিং হ্যাট্রিক করলেন।
  • কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করল। অভিষেক টেস্টে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়স আয়ার।
  • সন্তোষ ট্রফির ম্যাচে সিকিমকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে খেলা নিশিচত করল বাংলা.

বিবিধ

  • ইন্টারপোলের কার্যনির্বাহী কমিটিতে এশিয়ার পক্ষ থেকে নির্বাচিত হলেন ভারতীয় প্রার্থী প্রবীণ সিং। ইস্তানবুলে ইন্টারপোলের ৮৯ তম সাধারণ অধিবেশনে জয়ী হলেন সিবিআই –এর এই প্রাক্তন বিশেষ অধিকর্তা।