আন্তর্জাতিক
- ২০ জন ছাত্রকে মৃত্যুদণ্ড দিল ঢাকার ১ নম্বর ফার্স্ট ট্র্যাক কোটর্। তারা প্রত্যেকেই ঢাকার সবথেকে নামী ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং ছাত্র লিগের (শাসক দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন)। কর্মী নেতা। ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফারাদ নামের এক মেধাভী ছাত্রকে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছে তারা। ফেসবুকে বাংলাদেশ সরকারের সমালোচনা করায় এই নৃশংস ঘটনা ঘটানো হয়।
- ইউরোপের ১৯টি দেশে ২৭৪টি ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। তবে তা থেকে গুরুতর অসুস্থতা ও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানাল ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল।
জাতীয়
- তামিলনাড়ুর নীলগিরি অরণ্যে বায়ুসেনার এমআই ১৭ ভি ৫ চপার ভেঙে প্রাণ হারালেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং সহ ১৩ জন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর দেশের সেনাপ্রধান হয়েছিলেন রাওয়াত। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের পদে যোগ দিয়েছিলেন। তামিলনাড়ুর ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন তিনি। সেখানকারই প্রাক্তন ছাত্র জেনারেল রাওয়াত। ভেঙে পড়া চপারটি ২০১৩ সালে রাশিয়ার কাছ থেকে কেনা ৮০টি কপ্টারের অন্যতম। ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গুরুতর জখম অবস্থায় চিকিতসাধীন। মাত্র ২০ বছর বয়সে ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়ানে যোগ দিয়েছিলেন রাওয়াত। তাঁর বাবা লক্ষ্ণণ সিং রাওয়াত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।
খেলা
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক করা হল। টি টোয়েন্টি দলে তিনি আগেই নেতৃত্ব লাভ করেছেন। বিরাট কোহলি ৯৫টি একদিনের ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয় পেয়েছেন। অধিনায়ক থাকাকালীন তাঁর রান ৫৪৪৯। তবে কোনো আইসিসি ট্রফি জিততে পারেননি কোহলি।
- বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বরোদাকে হারিয়ে দিল বাংলা।
বিবিধ
- প্রকাশিত হল দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর লেখা আত্মজীবনী। বইটির নাম `জাস্টিস ফর দ্য জাজ।
- প্রয়াত হলেন টপ্পা ও পুরাতনী বাংলা গানের প্রবীণ শিল্পী চণ্ডীদাস মাল। বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪৪ সাল থেকে নিয়মিত আকাশবাণীতে গান গেয়েছেন। খেয়াল সংগীতেও পারদর্শী ছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও বেঙ্গল মিউজিক কলেজেও এক সময় শিক্ষকতা করেছেন তিনি।